ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিরলে এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ০৯:৪০, ৮ মার্চ ২০২০

বিরলে এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরলে এ্যাম্বুলেন্সের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে এবং এ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয়। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের তেঘরা হাড্ডিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিরল উপজেলার চককাঞ্চন নতুনপাড়া এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে লাবু (২৩) ও তেঘড়া শাহাপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে রাব্বি (২৫)। জানা যায়, বিকেলে মোটরসাইকেলযোগে ধুকুরঝাড়ী বাজারে যাওয়ার সময় দিনাজপুরগামী একটি এ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ্যাম্বুলেন্সের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই লাবু ও রাব্বি মারা যান। পরে এলাকাবাসী সড়ক বন্ধ করে অবরোধ করে এবং এ্যাম্বুলেন্সটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সংবাদ পেয়ে দ্রুত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বরিশালে ছাত্রলীগ কর্মী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, আগৈলঝাড়া-গোপালগঞ্জ সড়কের সরবাড়ি এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিকুর রহমান অভি (২২) নামের এক ছাত্রলীগ কর্মী নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত অভি সরকারী গৌরনদী কলেজ ছাত্রলীগের কর্মী ও বড় কসবা গ্রামের আবু বক্কর সরদারের পুত্র। একই দুর্ঘটনায় গুরুতর আহত আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী ও ঐচারমাঠ গ্রামের রমনী রঞ্জন রায়ের পুত্র প্রত্যয় বাড়ৈকে (২৪) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুন্সীগঞ্জে চালকসহ দুই স্টাফ রিপোর্টার মুন্সীগঞ্জ থেকে জানান, ঢাকা-মাওয়া মহাসড়কের শ্রীনগর উপজেলার বেজগাঁওয়ে মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে মাইক্রোবাস চালকসহ ২ জন নিহত ও মাইক্রোবাসের অপর ছয় আরোহী গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহতাবস্থায় তাদের ঢাকা পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) মোঃ আসাদুজ্জামান জানান, দুপুর ২টার দিকে ঢাকাগামী মাইক্রোবাসের সঙ্গে মাওয়াগামী তাজ আনন্দ পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসটি বিকট শব্দে দুমড়ে মুচড়ে মহাসড়কে ছিটকে পড়ে। এ সময় বাসের যাত্রীরাও কমবেশি আহত হয়। মাইক্রোবাসের আরোহীরা ঢাকা থেকে মাওয়া ঘুরতে এসেছিল।
×