ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বৈরী আবহাওয়া

চট্টগ্রামের দোহা ফ্লাইট ঢাকায় অবতরণ

প্রকাশিত: ০৯:৩৭, ৮ মার্চ ২০২০

চট্টগ্রামের দোহা ফ্লাইট ঢাকায় অবতরণ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর সূত্র জানায়, বৈরি আবহাওয়ার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সকালে দোহা থেকে আসা বিজি-১২৬ ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে নামতে পারেনি। ফলে এটিকে ঢাকায় নিয়ে গিয়ে অবতরণ করানো হয়। কয়েকঘণ্টা পর অবশ্য ওই ফ্লাইটটি চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে চলে আসে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক সারোয়ার-ই-জামান জানিয়েছেন, সকালে অবতরণকালে দৃষ্টিসীমা কম থাকায় ফ্লাইটটিকে ঢাকায় পাঠিয়ে দেয়া হয়। অবশ্য পরে আবহাওয়াজনিত পরিবেশ নিয়ন্ত্রের আওতায় আসার পর ফ্লাইটটি চট্টগ্রাম ফিরে আসে এবং নিরাপদে অবতরণ করে। বরিশালে বইমেলায় বইপ্রেমীদের ভিড় স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতার ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী বিএম একাডেমি চত্বরে সাতদিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার মেলার দ্বিতীয় দিনে বইপ্রেমীদের ছিল উপচেপড়া ভিড়। মেলা উপলক্ষে প্রতিদিন কবিতা আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মেলার ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ভবিষ্যত প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার জন্য সাতদিনব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে। আগামী ১২ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ মেলা চলবে।
×