ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মুুন্সীগঞ্জে শ্রমিক লীগ নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ০৯:৩৭, ৮ মার্চ ২০২০

মুুন্সীগঞ্জে শ্রমিক লীগ নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সন্ত্রাসী রাসেল বাহিনীর হামলায় সড়ক পরিবহন শ্রমিক লীগ গজারিয়াা উপজেলা শাখার সাধারণ সম্পাদক বি.আলম নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। শনিবার দুপুরে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক পরিবহন শ্রমিক লীগ গজারিয়া শাখার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন থেকে বক্তারা সড়ক পরিবহন শ্রমিক নেতা বি.আলম হত্যাকারীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি ভবেরচর বাসস্ট্যান্ড হয়ে গজারিয়া থানার সামনে গিয়ে শেষ হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক লীগ গজারিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ গজারিয়া উপজেলা শাখার সভাপতি জহির রায়হান, সড়ক পরিবহন সমিতির উপজেলা শাখার কার্যকরী সহ-সভাপতি সুমন প্রধান, যুগ্মসাধারণ সম্পাদক রেজাউল শিকদার প্রমুখ। মোহনগঞ্জ হাসপাতালে মেয়দোত্তীর্ণ স্যালাইন নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, ৭ মার্চ ॥ মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ স্যালাইন দিয়ে কল্পনা রাণীকে (৫৫) চিকিৎস্যা দেয়াকে কেন্দ্র করে নার্সের সঙ্গে বাগবিতণ্ডা হয় রোগীর ছেলে গোবিন্দ চন্দ্র সরকারের। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে রাত ১১টায় হাসপাতালে ছুটে যান উপজেলা চেয়ারম্যান শহীদ ইকবাল। তিনি হাসপাতালে গিয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলে ওষুদের স্টোর রুম থেকে আরও অনেক মেয়াদোত্তীর্ণ স্যালাইন বের করেন। গোবিন্দ জানান, শুক্রবার সকালে তার মা কল্পনা রাণীকে জ¦রের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। পরে নার্স বিউটি তাকে পর পর দুটি মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করে।
×