ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাটপণ্য রফতানিতে প্রবৃদ্ধি ২৪ শতাংশ

প্রকাশিত: ০৯:২৮, ৮ মার্চ ২০২০

পাটপণ্য রফতানিতে প্রবৃদ্ধি ২৪ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে রফতানি আয়ে বড় রকমের হোঁচট খেলেও পাট পণ্যের রফতানি আয় সুখবর দিচ্ছে বাংলাদেশকে। ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) পাট ও পাটজাত পণ্যের রফতানি আয়ে প্রবৃদ্ধি হয়েছে ২৪.৪৫ শতাংশ। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ইপিবির প্রতিবেদন অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে পাট পণ্যে লক্ষ্যমাত্রা থেকে আয় বেড়েছে ২৮.১২ শতাংশ। এ সময়ে এই খাত থেকে আয় এসেছে ৬৯ কোটি ৭৬ লাখ ডলার। তবে পাট পণ্যে রফতানি আয় লক্ষ্যমাত্রা ছাড়ালেও চলতি অর্থবছরের প্রথম আট মাসে রফতানি আয়ে বড় রকমের হোঁচট খেয়েছে বাংলাদেশ। ২০১৯-২০ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ২ হাজার ৬২৪ কোটি ১৮ লাখ ডলারের পণ্য রফতানি হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪.৭৯ শতাংশ কম। লক্ষ্যমাত্রার চেয়ে কমেছে ১২.৭২ শতাংশ। ইতিহাদের ক্ষতি ৮৭ কোটি ডলার অর্থনৈতিক রিপোর্টার ॥ ২০১৯ সালে বিমান সংস্থা ইতিহাদের ক্ষতি হয়েছে ৮৭ কোটি মার্কিন ডলার। প্রতিষ্ঠানটির বার্ষিক আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আবুধাবির জাতীয় বিমান পরিচালনাকারী সংস্থাটি জানায়, ২০১৮ সালের চেয়ে ৩০ কোটি ডলার কমে গেলে বছরে মোট আয় হয়েছে ৫৬০ কোটি ডলার। কমেছে যাত্রী সংখ্যাও। ২০১৯ সালে বিশ্বব্যাপী ১ কোটি ৭৫ লাখ যাত্রীকে সেবা দেয় প্রতিষ্ঠানটি।
×