ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাট দিবসে বিজেএর র‌্যালি ও সম্মাননা প্রদান

প্রকাশিত: ০৯:২৭, ৮ মার্চ ২০২০

পাট দিবসে বিজেএর র‌্যালি ও সম্মাননা প্রদান

অর্থনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশ জুট এ্যাসোসিয়েশনের (বিজেএ) উদ্যোগে শনিবার বিজেএর নারায়ণগঞ্জ অফিসে ‘সোনালি আঁশের সোনার দেশ-মুজিববর্ষে বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়ার সভাপতিত্বে জাতীয় পাট দিবস-২০২০ উপলক্ষে আলোচনা, সম্মাননা ট্রফি প্রদান ও র‌্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেএ’র ভাইস চেয়ারম্যান মোঃ কুতুব উদ্দিন, কার্যনির্বাহী কমিটির সদস্য খন্দকার আলমগীর কবির, তোফাজ্জল হোসেন, নূরুল হোসেন, লিয়াকত আলী এবং বিজেএ’র সদস্যদের মধ্যে গণেশ চন্দ্র সাহা প্রমুখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে দেশের শীর্ষ কাঁচাপাট রফতানিকারকদের সম্মাননা ট্রফি প্রদান করা হয়। ২০১৯-২০২০ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত রফতানিতে ১ম পুরস্কার পান গণেশ চন্দ্র সাহা, ম্যানেজিং পার্টনার ইন্টারন্যাল জুট ট্রেডার্স, ২য় পুরস্কার লিয়াকত আলী, প্রোপ্রাইটর মেসার্স এ আর এম জুট বেলার্স এবং ৩য় পুরস্কার পান শহীদুল্লাহ সরকার, প্রোপ্রাইটর মেসার্স কুমিল্লা জুট ট্রেডার্স। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি)-তে ২০১৮-২০১৯ অর্থবছরে শীর্ষ কাঁচাপাট সরবরাহকারী হিসেবে খন্দকার আলমগীর কবির, প্রোপ্রাইটর মেসার্স খন্দকার আলমগীর কবিরকে এবং ২০১৯-২০২০ অর্থবছরে কুতুব উদ্দিন, প্রোপ্রাইটর মেসার্স তাসফিয়া জুট ট্রেডিংকে ১ম পুরস্কার হিসেবে সম্মাননা ট্রফি প্রদান করা হয়। সভা শেষে বিজেএ’র সিনিয়র ভাইস চেয়ারম্যান আরজু রহমান ভূঁইয়ার নেতৃত্বে ব্যানার ও ফেস্টুন সহকারে বিজেএ’র সকল সদস্য এবং পাট শ্রমিকদের সমন্বয়ে একটি সুশৃঙ্খল র‌্যালি নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
×