ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনায় টালমাটাল বিশ্ব অর্থনীতি

প্রকাশিত: ০৯:২৪, ৮ মার্চ ২০২০

করোনায় টালমাটাল বিশ্ব অর্থনীতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ করোনায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। গত এক মাসে আন্তর্জাতিক রুটে যাত্রী কমেছে প্রায় ৮০ শতাংশ। যাত্রী সঙ্কটে বাতিল হয়েছে, আন্তর্জাতিক রুটের কয়েকশ ফ্লাইট। ব্যাপক ধস নেমেছে পর্যটন বাণিজ্যে। কমেছে আন্তর্জাতিক বাণিজ্যও। জিডিপি প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে। জানুয়ারিতে চীনে প্রথম শনাক্তের পর ছড়িয়ে পড়েছে, প্রায় ৭০টি দেশে। শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে, ৮৫ হাজার। মৃত্যু ছাড়িয়েছে ৩ হাজার। করোনা প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতিতেও। কমেছে পণ্য ও সেবার আমদানি-রফতানি। নেতিবাচক প্রভাব পড়েছে, জিডিপি প্রবৃদ্ধিতেও। ব্রাজিলের স্পিনেলি ইনভেস্টমেন্ট কোম্পানির প্রধান অর্থনীতিবিদ আন্দ্রে পাফেইতো বলেন, মার্কিন ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রামান কমেছে। উৎপাদনসহ নানা খাতের ব্যবসায়ে ধস দেখা দিয়েছে। সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলোর নানা উদ্যোগের পরও এ নিম্নমুখী প্রবণতা থামানো যাচ্ছে না। ইতালিয়ান চেম্বার অব ফ্যাশনের চেয়ারম্যান কার্লো ক্যাপাসা বলেন, প্রতি বছর প্রায় সব দেশের সঙ্গে চীনের বড় অঙ্কের বাণিজ্য হয়। ভাইরাস সংক্রমণের কারণে গেল এক মাসে আন্তর্জাতিক বাণিজ্যের পরিমাণ প্রায় ৩০ শতাংশ কমেছে। অস্থিতিশীল হয়ে পড়েছে, পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ও। গত দুই সপ্তাহে হোটেল, বিমান টিকেটসহ প্রায় ৮০ শতাংশ অগ্রিম বুকিং বাতিল করেছেন পর্যটকরা। ইতালির সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক মন্ত্রী দারিও ফ্র্যান্সেসিনি বলেন, করোনাভাইরাসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত খাতগুলোর মধ্যে অন্যতম পর্যটন। অনেক দেশে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা নেমেছে ২০ শতাংশে। ব্যবসায়িক মন্দায় বন্ধ হয়েছে অনেক হোটেল-মোটেল। কঠিন সময় কাটাচ্ছে খাত সংশ্লিষ্টরা। এমন অর্থনৈতিক মন্দার মধ্যেই বাণিজ্য বাড়াতে ও জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখার চেষ্টা করছে বিভিন্ন দেশের সরকার। ক্যাথোলিক ইউনিভার্সিটি অব কোরিয়ার অধ্যাপক ইয়াং জানসুক বলেন, সরকার ও রাজনীতিবিদদের প্রচেষ্টায় শীঘ্র চাঙ্গা হতে পারে সাম্প্রতিক সময়ের ধসে পড়া অর্থনীতি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, করোনাভাইরাসের কারণে সব দেশের অর্থনীতিই ঝুঁকিতে রয়েছে। ধস নেমেছে, আমদানি-রফতানি বাণিজ্যে। এমন বাস্তবতায় অর্থনৈতিক উন্নয়নে নতুন বাণিজ্য চুক্তিসহ নানা চেষ্টা চালাচ্ছে বিভিন্ন দেশের সরকার। এদিকে দীর্ঘ পতনের পর সোমবার থেকে সূচকের ইতিবাচক ধারায় লেনদেন হচ্ছে আন্তর্জাতিক পুঁজিবাজারে।
×