ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৯২ ভাগ বহুজাতিক কোম্পানির দর কমেছে

প্রকাশিত: ০৯:২৩, ৮ মার্চ ২০২০

৯২ ভাগ বহুজাতিক কোম্পানির দর কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানিগুলোর মধ্যে গত সপ্তাহে প্রায় ৯২ শতাংশ বা ১১টি কোম্পানির দর কমেছে। অন্যদিকে দর বেড়েছে একটি মাত্র কোম্পানির। ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর কমেছে আরএকে সিরামিকস লিমিটেডের। এই কোম্পানির ৯.৫ শতাংশ দর কমেছে। হাইডেলবার্গ সিমেন্টের ৯ শতাংশ দর কমে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। বিএটিবিসির ৮.৪ শতাংশ দর কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এছাড়া তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে বাটা সুর ২.৮ শতাংশ, বার্জার পেইন্টসের ৪ শতাংশ, গ্রামীণফোনের ৭.২ শতাংশ, লাফার্জহোলসিমের ৬.৮ শতাংশ, লিন্ডেবিডির ১.৫ শতাংশ, ম্যারিকোর ২.৭ শতাংশ, রেকিট বেনকিজারের ১.৪ শতাংশ ও সিঙ্গারবিডির ২.৭ শতাংশ দর কমেছে। -অর্থনৈতিক রিপোর্টার
×