ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

গত মাসে বিও হিসাব বেড়েছে ১৪৪টি

প্রকাশিত: ০৯:২২, ৮ মার্চ ২০২০

গত মাসে বিও হিসাব বেড়েছে ১৪৪টি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ফেব্রুয়ারি মাসে দেশের পুঁজিবাজারে বিও হিসাব খোলার প্রবণতা বেড়েছে সামান্য। ফেব্রুয়ারি মাসে মাত্র ১৪৪টি বিও হিসাব বেড়েছে। সেন্ট্রাল ডিপজিটরি অব বাংলাদেশ (সিডিবিএল) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত বৃহস্পতিবার পর্যন্ত বিও হিসাবের পরিমাণ দাঁড়িয়েছে ২৫ লাখ ৭৮ হাজার ৬৪৭টি। জানুয়ারি মাসের শেষ কার্যদিবস পুঁজিবাজারে বিও হিসাবের পরিমাণ ছিল ২৫ লাখ ৭৮ হাজার ৫০৩টি। অর্থাৎ মাসের ব্যবধানে বাজারে নতুন করে বিও হিসাব বেড়েছে ১৪৪টি। ২৫ লাখ ৬৫ হাজার ৩৬৮ বিনিয়োগকারীর মধ্যে পুরুষ রয়েছে ১৮ লাখ ৮০ হাজার ৩৮৩। জানুয়ারি মাসের শেষ দিনে পুরুষ বিনিয়োগকারীর সংখ্যা ছিল ১৮ লাখ ৭৯ হাজার ৮১৮। অর্থাৎ মাসের ব্যবধানে পুরুষ বিনিয়োগকারী বেড়েছে ৫৬৫। একই সময়ে নারী বিনিয়োগকারী ৪৯৪ জন কমেছে। ফেব্রুয়ারির শেষ কার্যদিবস নারী বিনিয়োগকারী ছিল ৬ লাখ ৮৪ হাজার ৯৮৫। আর জানুয়ারির শেষ কার্যদিবস নারী বিনিয়োগকারী ছিল ৬ লাখ ৮৫ হাজার ৪৭৯। ফেব্রুয়ারির শেষ কর্মদিবসের কোম্পানি বিনিয়োগকারী ছিল ১৩ হাজার ২৭৯ জন। জানুয়ারির শেষ কার্যদিবস কোম্পানি বিনিয়োগকারী ছিল ১৩ হাজার ২০৬ জন। এক মাসের ব্যবধানে কোম্পানি বিনিয়োগকারীর সংখ্যা বেড়েছে ৭৩ জন। ফেব্রুয়ারির শেষ কার্যদিবস দেশী বিনিয়োগকারী ছিল ২৪ লাখ ২০ হাজার ১৯৬ জন।
×