ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে’

প্রকাশিত: ১০:১৬, ৭ মার্চ ২০২০

 ‘শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে  তুলতে হবে’

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পাঠক্রম বহির্ভূত কার্যক্রমে আরও গুরুত্ব দিতে হবে। শুক্রবার রাজধানীর সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ৩৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন আগামীদিনের সফল নাগরিক হিসেবে গড়ে ওঠতে পারে সেজন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করতে হবে। শিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ করে গড়ে তুলতে হলে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে।
×