ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইদলিব ইস্যুতে তুরস্ক ও রাশিয়ার সমঝোতা

প্রকাশিত: ০৯:৩৪, ৭ মার্চ ২০২০

 ইদলিব ইস্যুতে তুরস্ক ও  রাশিয়ার সমঝোতা

সিরিয়ার ইদলিব প্রদেশে রুশ সমর্থিত বাশার আল আসাদের বাহিনী ও তুর্কী বাহিনীর মধ্যে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে মস্কো ও আঙ্কারা। মস্কোতে বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগানের বৈঠকে দুই নেতা যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছেন। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে পুতিন ও এরদোগানের মধ্যে থাকলেও সিরিয়া প্রশ্নে দেশ দুটি মুখোমুখি অবস্থানে আছে। -রয়টার্স রাশিয়া ২০১৫ সাল থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গী গ্রুপ ইসলামিক স্টেট (আইএস) এবং অন্য বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ে বাশার আল আসাদের বাহিনীকে সক্রিয় সমর্থন ও সহায়তা দিয়ে যাচ্ছে। অন্যদিকে তুরস্কের সমর্থন আসাদ বিরোধীদের প্রতি। ইদলিবে এই দুইপক্ষ মুখোমুখি অবস্থানে রয়েছে। আসাদ বাহিনীর বিমান হামলায় সম্প্রতি একদিনেই তুরস্কের ৩৪ সেনা নিহতও হয়েছে। আঙ্কারাও এরপর আসাদ বাহিনীর বিভিন্ন স্থাপনায় টানা হামলা চালাতে থাকে। দুইপক্ষের সংঘাত এরই মধ্যে সিরিয়ার এ উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের লাখ লাখ বাসিন্দা বস্ত্যুচ্যুত হয়েছে। এরগোগানের সঙ্গে বৈঠকের পর পুতিন বলেন, ‘আশা করছি এই চুক্তি ইদলিবে সামরিক কর্মকান্ড বন্ধে, উত্তেজনা প্রশমনে এবং শান্তিকামী জনগণের দুর্ভোগ ও মানবিক সঙ্কট কমাতে ভূমিকা রাখবে’। এরদোগান বলেছেন, সিরিয়ার দুর্গত মানুষদের সহায়তা পাঠানোর ব্যাপারে তারা একমত হয়েছেন।
×