ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে মামলায় হারলেন দুবাইয়ের শাসক

প্রকাশিত: ০৯:৩৩, ৭ মার্চ ২০২০

 ব্রিটেনে মামলায় হারলেন  দুবাইয়ের শাসক

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের বিরুদ্ধে তার স্ত্রীকে অপহরণ, জোর করে ধরে নিয়ে যাওয়া, মারধর ও প্রাণে মেরে ফেলার লাগাতার হুমকি দেয়ার অভিযোগ সত্য বলে জানিয়েছে ব্রিটিশ হাইকোর্ট। বৃহস্পতিবার দেয়া রায়ে আদালত গত বছর দুই সন্তানকে নিয়ে দুবাই থেকে পালিয়ে আসা প্রিন্সেস হায়া বিনতে আল-হুসেনের একগাদা অভিযোগের সত্যতা পাওয়ার কথা জানিয়েছে। আট মাস আগে মামলার কার্যক্রম শুরু হয়। হায়া এর আগে বন্ধুদের কাছে তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানিয়েছিলেন। শেখ মোহাম্মদ যুক্তরাজ্য আদালতের এ রায় যেন জনসমক্ষে প্রকাশ না হয়, সে চেষ্টা করেছিলেন। কিন্তু তার আপীল প্রত্যাখ্যাত হয়। ‘জনস্বার্থে হওয়া এ মামলা’ নিয়ে রায়ে আদালত বলে, ‘দুবাইয়র শাসক যে আদালতের প্রতি খোলামেলা ও সৎ নন, তা প্রমাণিত হয়েছে।’ রায় প্রকাশের পর শেখ মোহাম্মদ বলেন, ‘সরকারপ্রধান হিসেবে আমি আদালতের তথ্য অনুসন্ধানী প্রক্রিয়ায় অংশ নিতে পারিনি। -বিবিসি
×