ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এটি মহড়া নয়, যুদ্ধ

প্রকাশিত: ০৯:৩০, ৭ মার্চ ২০২০

এটি মহড়া নয়, যুদ্ধ

বিশ্বব্যাপী মহামারী আকারে পড়া করোনাভাইরাস প্রতিরোধে বিভিন্ন দেশের সরকারের প্রতি সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। সম্প্রতি এই ভাইরাসের জন্য ভারতের বসন্ত উৎসব বিবর্ণ হয়ে গেছে, বেথেলহেমের ন্যাটিভিটি চার্চের কার্যক্রম বন্ধ রাখা হয়েছে এবং ইতালিতে নার্সিং হোমে থাকা বয়স্কাদের সঙ্গে সাক্ষাত করতে আত্মীয়স্বজনদের প্রবেশে নিষেধাঞ্জা জারি করা হয়েছে। -এপি চীন এই মহামারীকে জয় করার পথে এগিয়ে চলছে। শনাক্ত হবার পর থেকেই দেশটি করোনাভাইরাসের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই চালিয়ে যাচ্ছে। নতুন আক্রান্ত এলাকায়ও লাখ লাখ মানুষের ওপর এর ঝুঁকির প্রভাব রয়েছে। নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ায় জাতিসংঘ স্বাস্থ্য সংস্থা বিশ্বের বিভিন্ন দেশকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে। করোনায় এখন পর্যন্ত প্রায় ৯৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং ৩ হাজার ৩ শ’র বেশি মানুষ মারা গেছে। করোনাভাইরাস প্রতিরোধ বিষয়ে জেনেভায় বিশ্বস্বাস্থ্য সংস্থা হু’র ডিরেক্টর জেনারেল টেডরোস আডানম গ্রিব্রেয়াস বলেন, ‘এটি কোন মহড়া নয়। এটি ছেড়ে যাওয়ার সময় নয় এখন। কোন অজুহাত দেখানোরও সময় নাই আর। এখন সময় কেবল করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের।’ তিনি আরও বলেন, ‘করোনার মতো এ ধরনের দৃশ্যকল্প নিয়ে দেশগুলো দশকের পর দশক ধরে শুধু পরিকল্পনা করছে। এখন সময় এসেছে ওইসব পরিকল্পনা নিয়ে কাজে নেমে পড়ার।’ এদিকে বিশ্বের নানাপ্রান্তে যখন করোনাভাইরাস বিরোধী পদক্ষেপ জোরালো হচ্ছে, তখন চীনের উৎপাদনকারীরা ধীরে ধীরে তাদের ফ্যাক্টরিগুলো পুনরায় খুলতে শুরু করেছে। ইতালিতে করোনার কারণে অন্তত টানা ১০ দিন স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। দেশটির খেলা-পাগলভক্তদের ৩ এপ্রিল পর্যন্ত স্টেডিয়ামে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির সরকার করোনাভাইরাস প্রতিরোধে ডিক্রি জারি করেছে যে, খ্যাতিমান বয়স্ক লোকদের কাছ থেকে অন্তত এক মিটার বা তিন ফুট দূরত্বে থাকতে হবে এবং নার্সিং হোম পরির্দশন করা যাবে না। এছাড়া বিশেষ প্রয়োজন না হলে বয়স্করা বাইরে বের হতে পারবে না। ইতালির অনেক শিশু আছে যারা তাদের পরিবারের বয়স্ক সদস্যদের সুরক্ষায় স্কুলে যাতায়াত আপাতত বন্ধ রেখেছে। বয়সের কারণে করোনা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের রোমের উদ্যানগুলোতে যাওয়া বন্ধ করার প্রচেষ্টা করছে সরকার। ইতালি জাপানের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বয়স্ক অধ্যুষিত দেশ। অবসরপ্রাপ্ত ৭৩ বছর বয়সী মাওরো বেনেডেট্টি তার নাতির দিকে তাকাতে নির্দেশ করে বলেন, ‘এটি একটি প্রকৃত ধাঁধা।’ তিনি আরও বলেন, ‘ওরাই আমাদের বাসা থেকে বের হতে না দিয়ে বরং বাসায় থাকতে বলছে।’ তিনি প্রশ্ন রাখেন, ‘আমরা কিভাবে আমাদের এ শিশুদের সাহায্য করতে পারি? দাদা-দাদি, নানা-নানিসহ বয়স্করা এখন ঝুঁকির মুখে রয়েছে।’ ইতালিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত অন্তত এক শ’ ৪৮ জন মারা গেছে এবং তিন হাজার আট শ’৫৮ জন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। গত ডিসেম্বরে চীন ও দক্ষিণ কোরিয়ায় প্রথম করোনাভাইরাস শনাক্ত করা হয়। অন্যদিকে ইরানে এ ভাইরাসে আক্রান্ত হয়ে এক শ’ সাতজন মারা গেছে এবং সেখানের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। এছাড়া প্রধান প্রধান শহরে প্রবেশে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি করোনা প্রতিরোধে কাগুজে নোটের ব্যবহার কমিয়ে আনারও পদক্ষেপ নিয়েছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ৬৮ বছর বয়সী কূটনীতিক হোসাইন শেখুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এই খারাপ সংবাদের মধ্যেই মানুষকে ঘরমুখো করতে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি রাষ্ট্রীয় টেলিভেশনকে আরও বেশি বিনোদনমূলক অনুষ্ঠান প্রচার করার আহ্বান জানিয়েছেন।
×