ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকার সবচেয়ে দৃষ্টিনন্দন ভবন পেতে যাচ্ছে সড়ক ও জনপথ অধিদফতর

প্রকাশিত: ০৭:২১, ৭ মার্চ ২০২০

 ঢাকার সবচেয়ে দৃষ্টিনন্দন ভবন পেতে যাচ্ছে  সড়ক ও জনপথ অধিদফতর

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার সবচেয়ে দৃষ্টিনন্দন ভবন পেতে যাচ্ছে সড়ক ও জনপথ অধিদফতর। আগামী এপ্রিল থেকে নতুন নান্দনিক স্থাপত্যশৈলীর অফিস থেকে কার্যক্রম শুরু হবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন সড়ক ও মহাসড়ক বিভাগের। এর আগে ঢাকায় কোন সরকারী ভবন নির্মাণে এরকম বিশেষ স্থাপত্যে শৈলীর নজির নেই বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদফতর। সড়ক-মহাসড়কের আদলে ভবনটির নির্মাণ এখন শেষ পর্যায়ে। রাজধানীর তেজগাঁওয়ে ১২ তলা বিশিষ্ট এ ভবনের ভেতরের অংশের কাজ চলছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে ১৪৫ কোটি ৬৫ লটাকা ব্যয়ে ভবনটি বেশ দৃষ্টিনন্দন এবং আরসিসি কাম-স্টিল কাঠামোর ওপর নির্মিত হচ্ছে। বাইরে থেকে ভবনটি আগাগোড়াই স্টিলের কাঠামোয় মোড়া। আর কিছু দূর থেকে ভবনটি দেখলে মনে হয় কোন সড়ক-মহাসড়কের কাঠামো। ভবনটিতে ৮শ’ আসন বিশিষ্ট মিলনায়তনসহ বিভিন্ন আকারের কনফারেন্স হল, সেমিনার হল, প্রার্থনা কক্ষ, পাবলিক প্লাজা, পাঠাগার, ক্যাফেটোরিয়া, ডে কেয়ার সেন্টার, ২০০ গাড়ি পার্কিং রয়েছে। রয়েছে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর অফিস কক্ষ। ভবনটির সামনে বঙ্গবন্ধুর একটি মুর‌্যাল স্থাপন করা হবে। ছাদে সড়কপথের আকৃতি এবং তার পাশে সবুজায়ন করে দেয়া হবে। সড়ক ও জনপথ অধিদফতরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ইসহাক জানান, ভবনের ছাদে ফটো ভোল্টিক সেল স্থাপন করে সৌর বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে এনার্জি এফিসিয়েন্ট করার ব্যবস্থা রাখা হয়েছে। আর ছাদের বাকি অংশ সবুজ শ্যামলিমায় আচ্ছাদিত রাখা হয়েছে। এছাড়া বৃষ্টির পানি সর্বোত্তম ব্যবহারের ব্যবস্থা থাকবে। তিনি জানান, ঢাকায় এরকম দৃষ্টিনন্দন সরকারী কোন স্থাপত্য নেই। এটি সড়ক ভবন আর এ কারণেই ভবনটি দূরে থেকে দেখলে মনে হবে কোন সড়কপথ একটি ভবনের ওপর দিয়ে চলে যাচ্ছে। ভবনটির গ্লাসগুলো চীন থেকে আনা হয়েছে। কিছু গ্লাস এখন ফিটিং করা হচ্ছে। ভেতরে ফিনিশিংয়ের কাজ চলছে। সড়ক ও জনপথ অধিদফতরের এই অতিরিক্ত প্রধান প্রকৌশলী জানান, এপ্রিলে ভবনটির নির্মাণ কাজ পুরোপুরি শেষ হবে। তখন থেকেই ভবন সড়ক ও জনপথ অধিদফতরের প্রধান কার্যালয়। প্রতিভা-নাভানা অংশীদার ভিত্তিতে ২০১৫ সালের নবেম্বরে শুরু হয়েছিল এর নির্মাণ কাজ।
×