ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আ.ফ.ম. মোদাচ্ছের আলী–এর ছড়া-কবিতা

প্রকাশিত: ০৬:১৪, ৭ মার্চ ২০২০

  আ.ফ.ম. মোদাচ্ছের আলী–এর ছড়া-কবিতা

কেমন করে ভুলি লড়াই লড়াই লড়াই করে করলো যে জন জীবন পার দেশের জন্য লড়াইটা তাঁর ভাষণ ছিল ক্ষুরধার। জেল-জুলুমের জীবন ছিল ছিল অনেক কষ্ট এক জীবনে দেননি তিনি স্বপ্ন হতে নষ্ট। কর্মী থেকে নেতা হলেন হলেন জাতির পিতা, বিশ্বসভায় বলেন যিনি সবাই আমার মিতা। কেমন করে ভুলিরে ভাই কেমন করে ভুলি বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা নেতৃত্ব যাঁর তুলি। * ঋতু রাজের সাজ কোকিল ডাকা শিমুল ফোটা পলাশ রাঙা লাল, হিম কুয়াশার চাদর খুলে হাসছে এই সকাল। হলদে বরণ প্রাণের মেলায় ভাসছে সারা দেশ কৃঞ্চচূড়ার আলোর ছটায় লাগছে আহা বেশ। ঝিরি ঝিরি বাউল বাতাস রঙের নূপুর উদার আকাশ ঋতুরাজের সাজ ফুল বাগানে পাতার দোলে কি আনন্দ আজ।
×