ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হুমায়ূন খাদেমকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

প্রকাশিত: ১২:৪৫, ৬ মার্চ ২০২০

হুমায়ূন খাদেমকে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি  প্রকাশের নির্দেশ

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর বনানীর এফআর টাওয়ার জাল-জালিয়াতির মাধ্যমে নির্মাণের দুর্নীতির মামলায় রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ূন খাদেমকে আদালতে হাজির হতে বিজিপ্রেসের মাধ্যমে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আদালত। আসামি পলাতক রয়েছেন মর্মে বৃহস্পতিবার পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আগামী ৫ এপ্রিল পরবর্তী শুনানির তারিখও বিচারক ঠিক করেন। গত ২৯ অক্টোবর হুমায়ূন খাদেমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করে দুদক। গত ১১ ফেব্রুয়ারি একই আদালত চার্জশীট আমলে নিয়ে পলাতক হুমায়ূন খাদেমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বৃহস্পতিবার আসামি পলাতক রয়েছেন মর্মে প্রতিবেদন আসায় বিচারক বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেয় আদালত। মামলার অপর আসামিরা হলেন- এফআর টাওয়ারের মালিক এসএমএইচআই ফারুক, রূপায়ণ গ্রুপের কর্ণধার লিয়াকত আলী খান মুকুল, রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মোঃ সাইদুর রহমান ও সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ। তারা সবাই জামিনে আছেন।
×