ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

‘রোহিঙ্গা গণহত্যার বিচার নিশ্চিত করাই চ্যালেঞ্জ’

প্রকাশিত: ১২:৪৩, ৬ মার্চ ২০২০

 ‘রোহিঙ্গা গণহত্যার  বিচার নিশ্চিত  করাই চ্যালেঞ্জ’

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারকে রোহিঙ্গা ইস্যুতে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) অন্তর্বর্তীকালীন যে আদেশ ও নির্দেশনা দিয়েছে, তা মনিটরিং করতে দেশটিতে আইসিজের টিম পাঠানোর পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত ‘পোস্ট ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ভার্ডিক্ট: জাস্টিস ফর রোহিঙ্গা’ শীর্ষক সেমিনারে বক্তারা এ পরামর্শ দেন। খবর বাংলানিউজের। বক্তারা বলেন, গণহত্যার যাতে যথাযথ বিচার হয়, সেটি নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে এ রকম কোন গণহত্যা না ঘটে, সে বিষয়েও গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কাজ করতে হবে।
×