ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশের মানবাধিকার বিষয়ক তথ্য যাচাইয়ের আহ্বান

প্রকাশিত: ১২:৪৩, ৬ মার্চ ২০২০

  বাংলাদেশের  মানবাধিকার  বিষয়ক তথ্য  যাচাইয়ের  আহ্বান

জনকণ্ঠ ডেস্ক ॥ ঢাকা যে কোন পরিস্থিতি সম্পর্কে অতিরঞ্জন এড়াতে বিকল্প মাধ্যম থেকে বাংলাদেশের মানবাধিকার সম্পর্কিত প্রাপ্ত তথ্য ভালভাবে যাচাইয়ের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার প্রাপ্ত এক বার্তায় বলা হয়, বুধবার মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনার মিশেল ব্যশেলেটের অফিসে তার সঙ্গে এক বৈঠককালে বাংলাদেশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এ আহ্বান জানান। খবর বাসসর। হিউম্যান রাইটস কাউন্সিলের চলমান অধিবেশনে হাইকমিশনারের সাম্প্রতিক বিশ্ব পর্যালোচনায় বাংলাদেশ সম্পর্কে মন্তব্যের কথা তুলে ধরে আলম এ আহ্বান জানান। নিশ্চিত না হয়ে তথ্য ব্যবহারে বিভ্রান্তির ঝুঁকি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি ধর্মনিরপেক্ষ সমাজ গঠনের জন্য সংগ্রাম করে গেছেন। আমরা তাঁর জন্মশতবার্ষিকী পালন করছি। তাঁর মূল্যবোধ ও আদর্শ সমাজে প্রতিফলিত করার সুযোগ আমাদের রয়েছে।
×