ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোদি ‘মুজিববর্ষ’ উদ্যাপনে যোগ দিতে ঢাকা আসছেন

প্রকাশিত: ১২:৩৪, ৬ মার্চ ২০২০

মোদি ‘মুজিববর্ষ’  উদ্যাপনে যোগ  দিতে ঢাকা  আসছেন

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৭ মার্চ ‘মুজিববর্ষ’ উদ্যাপনে যোগ দিতে বাংলাদেশ সফর করবেন। বৃহস্পতিবার একজন কর্মকর্তা এ কথা জানিয়ে বলেন, এ সময় একটি দ্বিপক্ষীয় চুক্তি হবে। খবর বাসসর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘প্রধানমন্ত্রী (মোদি) ১৭ মার্চ মুজিববর্ষ উদ্যাপনে যোগ দিতে ঢাকা সফর করবেন। এ সফর সম্পর্কে যথাসময়ে আমরা আরও বিস্তারিত জানাব।’ রবীশ কুমার বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের অক্টোবরে দিল্লী সফরকালে মোদিকে ‘মুজিববর্ষ’ উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার আমন্ত্রণ জানান। সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী আমন্ত্রণটি গ্রহণ করেছেন এবং তিনি বাংলাদেশ সফর করবেন।’ ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলার সাম্প্রতিক ঢাকা সফরের পরে মুখপাত্রের এ ঘোষণা এলো। দু’দিনের সফরে শ্রিংলা ঢাকার শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাত করেন। এছাড়াও, মুখপাত্র ভারত-ইইউ শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদির ব্রাসেলস সফর স্থগিতের বিষয়ে বিস্তারিত জানান। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে সম্মেলনটি পেছানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী মোদির এ মাসের শেষ নাগাদ কৌশলগত অংশীদারিত্ব প্রসারিত করার লক্ষ্যে বার্ষিক অনুষ্ঠান ভারত-ইইউ সামিটে যোগ দিতে ব্রাসেলস যাওয়ার কথা ছিল। মোদির ব্রাসেলস সফর বাতিল হিন্দুস্তান টাইমসের এক খবরে বলা হয়, করোনা আতঙ্কে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদর দফতরে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে। এই বৈঠকে অংশ নেয়ার কথা ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বৃহস্পতিবার ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মোদির ব্রাসেলস সফর বাতিল করার বিষয়টি নিশ্চিত করেছে। ২৩ মার্চ পর্যন্ত ইইউ সদর দফতরে কোন বৈঠক আয়োজন করা হবে না। দেশটির পার্লামেন্ট ব্রাসেলসের বেশিরভাগ সরকারী অফিসের ভেতরে ও বাইরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মানুষকে যত বেশি সম্ভব বাড়ির ভেতরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউর সঙ্গে বৈঠক ছিল ভারতের। সেই বৈঠকেই যোগ দিতে যাওয়ার কথা ছিল মোদির। কিন্তু তা বাতিল করা হয়েছে।
×