ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-আলজিরিয়া যৌথ অর্থনৈতিক কমিশন গঠনে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রকাশিত: ১২:২৮, ৬ মার্চ ২০২০

বাংলাদেশ-আলজিরিয়া  যৌথ অর্থনৈতিক  কমিশন গঠনে  প্রধানমন্ত্রীর  গুরুত্বারোপ

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ এবং আলজিরিয়ার মধ্যে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার জন্য যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার বিকেলে তাঁর সরকারী বাসভবন গণভবনে আলজিরিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত রাবাহ লারবি সৌজন্য সাক্ষাতে এলে এ অভিমত ব্যক্ত করেন। খবর বাসসর। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বৈঠকের বিষয়ে সাংবাদিকদের অবহিত করেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী এবং আলজিরিয়ার রাষ্ট্রদূত উভয়েই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সম্পর্ককে দৃঢ় করার প্রয়োজনীয়তার বিষয়ে গুরুত্বারোপ করেছেন। প্রেস সচিব বলেন, রাবাহ লারবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের চমকপ্রদ আর্থ-সামাজিক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন। আলজিরিয়ার রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ একদিন উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী তাঁর সরকারের সময়ে দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেন। শেখ হাসিনা বলেন, তাঁর সরকার আরও শিল্পায়ন ও স্থানীয় এবং বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করতে সারাদেশে এক শ’ বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর থেকে সব সময় আলজিরিয়া বাংলাদেশের জন্য তাদের সহযোগিতার হস্তকে প্রসারিত করেছে।
×