ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

প্রকাশিত: ১০:৫২, ৬ মার্চ ২০২০

  অধিনায়কত্ব ছাড়লেন মাশরাফি

মিথুন আশরাফ ॥ টেস্ট ২০০৯ সাল থেকেই খেলতে পারেন না। টি২০ থেকে ২০১৭ সালেই অবসর নিয়েছেন। এবার ওয়ানডে অধিনায়কত্ব ছাড়লেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আজ জিম্বাবুইয়ের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামার আগে বৃহস্পতিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দিয়েও দিয়েছেন ‘নড়াইল এক্সপ্রেস’। আজ জিম্বাবুইয়ের বিরুদ্ধে ওয়ানডেটিই মাশরাফির নেতৃত্বে শেষ ম্যাচ হবে। জিম্বাবুইয়ের বিরুদ্ধে আজ ওয়ানডে দিয়ে মাশরাফির নেতৃত্ব শেষ হলেও খেলা চালিয়ে যাবেন তিনি। সেই ঘোষণাও দিয়েছেন। অবসর নেননি। তবে নেতৃত্বে আর থাকছেন না। মাশরাফি বলে দিয়েছেন, ‘জিম্বাইবুয়ের বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে ম্যাচই হবে অধিনায়ক হিসেবে আমার শেষ ম্যাচ।’ সঙ্গে বলেন, ‘তবে খেলা চালিয়ে যাব আমি। খেলোয়াড় হিসেবে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করব। পেশাদারিত্বের জায়গা থেকেই এমন সিদ্ধান্ত আমার।’ আগামী ওয়ানডে বিশ্বকাপ হবে ২০২৩ সালে। এই বিশ্বকাপে মাশরাফি খেলবেন না। এর আগেই তার ওয়ানডে ক্যারিয়ারের ইতি ঘটবে। তা না ঘটলেও যে মাশরাফি ওয়ানডে বিশ্বকাপে খেলবেন না তা নিশ্চিত। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপই মাশরাফির শেষ বিশ্বকাপ হয়ে গেছে। ২০২৩ সালের বিশ্বকাপের জন্য দল গোছাতে হবে। আর তাই এমন একজন নেতৃত্বে থাকতে হবে যিনি কিনা ২০২৩ সালের বিশ্বকাপে নেতৃত্ব দেবেন। মাশরাফি যেহেতু নেতৃত্ব দিতে পারবেন না, তাই সরে যাওয়ার সিদ্ধান্তই নিয়েছেন। তিনি বলেছেন, ‘এ মুহূর্তে ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছে বিসিবি। নতুন অধিনায়ক সেট করতে চাচ্ছে তারা। এ সিদ্ধান্তে আমি বোর্ডের সঙ্গে একমত। তাই অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালাম।’ ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই মাশরাফিকে আর জাতীয় দলের সঙ্গে খেলতে দেখা যায়নি। শ্রীলঙ্কা সফরে ইনজুরির জন্য যেতে পারেননি। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) খেলেছেন। কিন্তু ওয়ানডে খেলা হয়নি। গত বছর জুন-জুলাইয়ে ওয়ানডে বিশ্বকাপ হয়। এরপর জুলাইয়েই শ্রীলঙ্কা সফরের পর আর কোন ওয়ানডে খেলাই ছিল না। টেস্ট আর টি২০ খেলা হয়েছে। এবার প্রায় আটমাস পর আবার জাতীয় দলের জার্সিতে দেখা যায় মাশরাফিকে। অধিনায়ক হিসেবেই ফিরেন। জিম্বাবুইয়ের বিরুদ্ধে প্রথম দুই ওয়ানডেতে অধিনায়কও থাকেন। এবারই তাকে যে শেষবারের মতো ওয়ানডে সিরিজে অধিনায়কত্ব করতে দেখা যাবে। তা আগেই জানা থাকে। তাই হতে যাচ্ছে। আজ তার নেতৃত্বে শেষ ওয়ানডে ম্যাচ হচ্ছে।
×