ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এমবাপের হ্যাটট্রিক ফাইনালে পিএসজি

প্রকাশিত: ১০:৪৮, ৬ মার্চ ২০২০

 এমবাপের হ্যাটট্রিক ফাইনালে  পিএসজি

স্পোর্টস রিপোর্টার ॥ ফ্রেঞ্চ কাপে পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছে প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। দুর্দান্ত খেলেই টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। বুধবার কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে সেমিফাইনালে প্যারিস জায়ান্টরা ৫-১ গোলে বিধ্বস্ত করেছে লিঁওকে। পিএসজির বিপক্ষে ম্যাচের শুরুতেই চমকে দিয়েছিল লিঁও। ম্যাচ শুরুর ১১ মিনিটেই মার্টিন টেরিয়ার গোল করে স্বাগতিক লিঁওকে এগিয়ে দিয়েছিলেন। কিন্তু স্বাগতিকদের এই উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। তিন মিনিটের মধ্যেই যে পিএসজিকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। এর ফলে সমতায় থেকেই বিরতিতে যায় দুই দল। বিরতির পর থেকেই যেন জ্বলে ওঠে লীগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়নরা। ৬৪ মিনিটে পেনাল্টির সৌজন্যে গোল ব্যবধান বাড়িয়ে নেন পিএসজির নেইমার। ২১ বছর বয়সী এই ফ্রেঞ্চম্যানই নেইমারের পেনাল্টি আদায়ের নায়ক ছিলেন। লেফট উইং দিয়ে বল সংগ্রহ করে দুজন লিঁও ডিফেন্ডারকে কাটিয়ে এডিনসন কাভানির উদ্দেশে ক্রস করে দেন এমবাপে। কাভানিকে আটকাতে তখন সামনে ছিলেন শুধু মারকাল। কাভানি শট নিতে গেলে হ্যান্ডবল করে বসে মারকাল। এর ফলে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। হ্যান্ডবলটি অবশ্য ভিএআর প্রযুক্তির সহায়তায় নিশ্চিত করা হয়। সেইসঙ্গে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মারকাল মাঠ ছাড়তে বাধ্য হন। ম্যাচ শেষের ২০ মিনিট আগে একক প্রচেষ্টায় পিএসজির হয়ে তৃতীয় গোলটি করেন এমবাপে। তবে ফরাসী তারকা এখানেই থামেননি। ৮১ মিনিটে লো স্ট্রাইকে পাবলো সারাবিয়া চতুর্থ গোল করার পর অতিরিক্ত সময়ে গোল করে নিজের হ্যাটট্রিকটাও পূর্ণ করেন কিলিয়ান এমবাপে। লিঁওর বিপক্ষে হ্যাটট্রিকের সৌজন্যে এবারের মৌসুমে সবধরনের প্রতিযোগিতায় ৩০ গোল করার রেকর্ড গড়লেন কিলিয়ান এমবাপে। এই পরাজয়ের মাধ্যমে টানা পাঁচ ম্যাচ পর জয়ের ধারা থেকে বেরিয়ে আসলো লিঁও। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে গত সপ্তাহেই ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের বিপক্ষে ১-০ গোলের দারুণ জয় তুলে নিয়েছিল ফ্রেঞ্চ ক্লাবটি। পরের ম্যাচে লীগ ওয়ানে স্থানীয় প্রতিদ্বন্দ্বী সেইন্ট এতিয়েনকেও ২-০ গোলে পরাজিত করেছিল তারা। সেই লিঁওর বিপক্ষে এই জয়ে তাই দারুণ খুশি পিএসজি শিবির। ম্যাচের শেষে ক্লাবটির অভিজ্ঞ কোচ থমাস টাচেল বলেন, ‘এটা সত্যিকার অর্থেই পুরো দলের দারুণ একটি পারফর্মেন্স ছিল।’
×