ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাইওনিয়ার ফুটবল লীগে ইলিয়াস স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

প্রকাশিত: ১০:৪৭, ৬ মার্চ ২০২০

 পাইওনিয়ার ফুটবল লীগে ইলিয়াস স্মৃতি সংসদ চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার ॥ গত বছরের সেপ্টেম্বরে শুরু হওয়া পাইওনিয়ার ফুটবল লীগ অবশেষে শেষ হয়েছে। বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন হয়েছে মাদারীপুর শিবচরের ইলিয়াস স্মৃতি সংসদ। ফাইনাল খেলায় তারা হাড্ডাহাড্ডি লড়াই করে ২-১ গোলে হারায় কুড়িগ্রামের এফসি উত্তরবঙ্গকে। খেলার প্রথমার্ধের স্কোরলাইন ছিল ১-১। খেলা শেষে উভয় দলকে পুরস্কৃত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, এমপি। বিস্ময়কর ব্যাপার হচ্ছে, আগের আসরগুলোতে প্রতিবারই বিজয়ী দলগুলোকে আকর্ষণীয় অঙ্কের অর্থ পুরস্কার দেয়া হলেও এবার একটি টাকাও দেয়া হয়নি কোন দলকে। এটা নিয়ে নিন্দা-সমালোচনার ঝড় উঠেছে পাইওনিয়ার ফুটবল কমিটির বিরুদ্ধে। খেলার ২১ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায় ইলিয়াস স্মৃতি সংসদ। চমৎকার বডি ডজ দিয়ে দুজনকে ছিটকে ফেলে বক্সে ঢুকে জনি শেখ পাস বাড়ান জাফর উল্লাহ শরাফতের উদ্দেশে। সেমিফাইনালের এই গোলদাতার চমৎকার গোলে লিড নেয় পাইওনিয়ারে দ্বিতীয়বারের মতো খেলতে আসা ইলিয়াস স্মৃতি সংসদ। পিছিয়ে পড়ে সমতায় ফিরতে চেষ্টা করে উত্তরবঙ্গ। ২২ মিনিটে আলিফ নূরের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ২৬ মিনিটে অবশেষে সফলকাম হয় তারা। প্রতিপক্ষ বক্সের একটু বাইরে ফ্রি কিক পায় তারা। ইলিয়াস স্মৃতি সংসদ গোলরক্ষক মনির খান মোহাম্মদ আলীর ফ্রি কিক ঠিকমতো ধরতে পারেননি। বল তার হাত ফস্কে পোস্টে লেগে ফিরে আসে। সেই ফিরতি বলে ছুটে গিয়ে পা লাগিয়ে গোল করে উল্লাসে মেতে ওঠেন উত্তরবঙ্গের লিওন প্রধান (১-১)। এই স্কোরলাইনেই প্রথমার্ধে বিরতিতে যায় উভয় দল। ৫৪ মিনিটে প্রতিপক্ষ রক্ষণের ভুলে ফাঁকায় বল পেয়ে যান ইলিয়াস স্মৃতি সংসদের জনি শেখ। তবে শেষ মুহূর্তের ট্যাকলে দলকে বিপদের হাত থেকে রক্ষা করেন উত্তরবঙ্গ ডিফেন্ডার লিমন চন্দ্র দাস। তবে শেষ রক্ষা হয়নি তাদের। ৮৪ মিনিটে আবারও গোল হজম করে বসে তারা। রক্ষণের ভুলে বল পাওয়া জনি শেখের প্রতিপক্ষ গোলমুখে শটে মাথা ছুঁইয়ে নিজেদেরই জালে বল জড়ান উত্তরবঙ্গ ডিফেন্ডার অনিমেষ। জনির এই গোলেই খেলার নি®পত্তি হয়। ফাইনাল খেলা দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন। তিনি পাইওনিয়ার লীগ প্রসঙ্গে বলেন, ‘অনুর্ধ-১৫ পাইওনিয়ার ফুটবলের মান কেমন, সেটা নিজের চোখে দেখতে এসেছি।’ পুরস্কারসমূহ ॥ চ্যাম্পিয়ন : ইলিয়াস স্মৃতি সংসদ (ট্রফি ও মেডেল), রানার্সআপ : এফসি উত্তরবঙ্গ (ট্রফি ও মেডেল), তৃতীয় স্থান : এফসি ব্রাক্ষণবাড়িয়া (ট্রফি ও মেডেল), চতুর্থ স্থান :গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মুন্সীগঞ্জ (ট্রফি ও মেডেল), সর্বোচ্চ গোলদাতা : রাতুল হাওলাদার (১৩ গোল, এফসি ব্রাক্ষণবাড়িয়া), প্লেয়ার অব দ্য ফাইনাল : জনি শেখ (ইলিয়াস স্মৃতি সংসদ), প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট : মোহাম্মদ আলী (এফসি উত্তরবঙ্গ), সেরা গোলরক্ষক : মিলন মিয়া (এফসি উত্তরবঙ্গ)।
×