ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টি২০ দলে নতুন মুখ নাসুম

প্রকাশিত: ১০:৪৫, ৬ মার্চ ২০২০

  টি২০ দলে নতুন মুখ নাসুম

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও জিম্বাবুইয়ের মধ্যকার ওয়ানডে সিরিজ চলছে। আজ তৃতীয় ও শেষ ওয়ানডে দিয়ে সিরিজ শেষ হবে। এ সিরিজের পর দুই দলের মধ্যকার দুই ম্যাচের টি২০ সিরিজ অনুষ্ঠিত হবে। ৯ ও ১১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যথাক্রমে প্রথম ও দ্বিতীয় টি২০ ম্যাচ অনুষ্ঠিত হবে। টি২০ সিরিজের জন্য বৃহস্পতিবার বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে নতুন চমক বামহাতি স্পিনার নাসুম আহমেদ। মাহমুদুল্লাহ রিয়াদকে অধিনায়ক করে ১৫ সদস্যের টি২০ দল ঘোষণা করেছে বিসিবি। পাকিস্তানের বিরুদ্ধে সর্বশেষ টি২০ সিরিজ খেলে বাংলাদেশ। সেই সিরিজের দল থেকে মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্তকে বাদ দেয়া হয়েছে। এ তিন ক্রিকেটারের পরিবর্তে মুশফিকুর রহিম ফিরেছেন। মোহাম্মদ সাইফউদ্দিনও দলে যোগ হয়েছেন। আর প্রথমবার দলে সুযোগ পেয়েছেন নাসুম। বাকিদের মধ্যে তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ জায়গা ধরে রেখেছেন। পাকিস্তান সফরে টি২০ সিরিজ খেলতে যাননি মুশফিক। দেশের মাটিতে কিংবা পাকিস্তানের বাইরে খেলা। স্বাভাবিকভাবেই মুশফিককে দলে দেখা যাওয়ার কথা। মুশফিক যথারীতি ফিরেছেন। পিঠের চোট কাটিয়ে ওয়ানডে সিরিজেই ফিরেছেন সাইফউদ্দিন। তাই টি২০ সিরিজেও সাইফউদ্দিনের জায়গা হওয়ার কথা। কিন্তু নাসুম কেন? টি২০তে নাসুমের ইকোনমি অনেক ভাল। উইকেট তুলে নিতে না পারলেও কম রান দেয়ায় খ্যাতি আছে এ স্পিনারের। সর্বশেষ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগেই যেমন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে শেষদিকে টানা ভাল বোলিং করে গেছেন। একটি ম্যাচেই শুধু ৪০ রান দিয়েছেন। তার দিকে তখন থেকেই নজর পড়েছে বিসিবির নির্বাচকদের। বিপিএলে ব্যাটিং করার সুযোগ মিলেনি। তিনি যে পুরোদস্তুর স্পিনার। তবে ব্যাটিংটাও যে করতে পারেন, সেটি বিসিএলে এবার চ্যাম্পিয়ন দল দক্ষিণাঞ্চলের হয়ে লীগপর্বে মধ্যাঞ্চলের বিরুদ্ধে ম্যাচটিতে দেখিয়ে দিয়েছেন। নাইটওয়াচম্যান হিসেবে তাকে নামানো হয়েছিল। নিশ্চিত জয়ের মুখে ছিল মধ্যাঞ্চল। কিন্তু নাসুম ব্যাট হাতে ছয় নম্বর ব্যাটিং পজিশনে নেমে ৮৫ রান করে ম্যাচ ড্র করান। আবার ২৪৬ বল খেলেন। একজন স্পিনার যিনি টি২০তে আদর্শ বোলার হিসেবে কম রান দিয়ে বোলিং করে যাবেন, আবার নিচের দিকে ব্যাটিংটাও দুর্দান্ত করবেন; তেমন ক্রিকেটার সব দলেই চাওয়া থাকে। বাংলাদেশ টি২০ দল ॥ মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ সাইফউদ্দিন, তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, লিটন কুমার দাস, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ।
×