ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে গ্রেফতার রোনাল্ডিনহো

প্রকাশিত: ১০:৪৪, ৬ মার্চ ২০২০

 ভুয়া পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে গ্রেফতার রোনাল্ডিনহো

স্পোর্টস রিপোর্টার ॥ একটি চ্যারিটি ইভেন্টে অংশ নিতে বুধবার প্যারাগুয়েতে যান ২০০২ বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার রোনাল্ডিনহো। রাজধানীর পাশে যে হোটেলে তিনি উঠেছেন সেখানে কয়েকজন তদন্তকারী কর্মকর্তা গিয়ে তার কাছে ভুয়া কাগজপত্র ও পাসপোর্ট পেয়েছেন বলে অভিযোগ করেছেন। আর এতে আইনী জটিলতায় পড়ে এখন কাঠগড়ায় এই ব্রাজিলিয়ান সাবেক সুপারস্টার। রোনাল্ডিনহোর সঙ্গে তার ভাইও হোটেলে ছিলেন। দু’জনই এখন নজরদারির মধ্যে রয়েছেন। তাদের আটক করা হচ্ছে না, তারা এখনও বিচারিক তদন্তাধীন রয়েছেন এবং তাদের সাক্ষ্য দিতে হবে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে তাদের আটক করা হবে কিনা। রোনাল্ডিনহো ও তার ভাই তদন্তের কাজে সহযোগিতা করছেন বলেও জানা গেছে। মোদ্দাকথা পাসপোর্ট জালিয়াতি করে প্যারাগুয়েতে ঢুকে পড়ায় বিপাকে পড়েছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার। যদিও ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এই তারকা এবং তার ভাইকে জাল পাসপোর্ট ও কাগজপত্রসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে প্যারাগুয়ের কয়েকটি গণমাধ্যম। প্যারাগুয়ের গণমাধ্যমের খবর অনুযায়ী ব্রাজিলিয়ান সুপারস্টারের হোটেল রুমে তল্লাশি চালিয়ে জাল পাসপোর্ট ও অন্যান্য ভুয়া কাগজপত্র পেয়েছে দেশটির পুলিশ। প্যারাগুয়ের অভিবাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভুয়া কাগজপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। প্রতিবেদনে এসেছে, রোনাল্ডিনহোর কাছ থেকে যে পাসপোর্ট পাওয়া গেছে তাতে তার নাম, জন্মস্থান এবং জন্ম তারিখ সব ঠিকই আছে। কেবল নাগরিকত্বের জায়গায় ব্রাজিলের বদলে প্যারাগুয়ে লিখে বদল করা হয়েছে। ২০১৮ সালের নবেম্বরে রোনাল্ডিনহোর ব্রাজিলিয়ান পাসপোর্ট জব্দ করে তার দেশের সরকার। অনুমোদন না নিয়ে দেশটির লেক গুয়াইবাতে একটি চিনির কল বানানোয় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল। সেই জরিমানা দিতে না পারায় পাসপোর্ট জব্দ করা হয়। রাজধানী আসুনসিওন থেকে ১৫ কিলোমিটার দূরের রিসোর্ট ইয়ট এ্যান্ড গলফ ক্লাবের প্রেসিডেন্সিয়াল স্যুটে অভিযান চালিয়ে তাকে আটক করেছে প্যারাগুয়ের পুলিশ। প্যারাগুয়ের স্বরাষ্ট্রমন্ত্রী ইউক্লিডস আকেভেদো স্থানীয় এক রেডিও’র মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন।
×