ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

দেশে গণতন্ত্র নেই, জনগণ দুর্যোগের মধ্যে আছে ॥ ড. মোশাররফ

প্রকাশিত: ১০:৪১, ৬ মার্চ ২০২০

 দেশে গণতন্ত্র নেই, জনগণ দুর্যোগের মধ্যে আছে ॥ ড. মোশাররফ

স্টাফ রিপোর্টার ॥ দেশে আজ গণতন্ত্র নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইসলামী ঐক্যজোটের জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ড. মোশাররফ বলেন, দেশের জনগণ এখন দুর্যোগের মধ্যে আছে। দেশে গণতন্ত্র না থাকার কারণ বর্তমান সরকারের লোভ। এ সরকার লোভ-লালসা চরিতার্থ করার জন্য সারাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছে। এ সরকারের কাছে দেশের ১৮ কোটি মানুষ জিম্মি। এ অবস্থা থেকে দেশের মানুষকে মুক্ত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তা না হলে আন্দোলন-সংগ্রাম করেই তাকে মুক্ত করা হবে। তিনি বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আমরা তাকে উন্নত চিকিৎসার দাবি জানালেও সরকার তা কর্ণপাত করছে না। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও তাকে জামিন দেয়া হচ্ছে না। তার জামিনে বাধা দেয়া হচ্ছে। আওয়ামী লীগকে উদ্দেশ করে ড. মোশাররফ বলেন, এই দলটি বিএনপি জঙ্গী সংগঠন বলে বিশ্বের অন্যান্য দেশে মুসলিমদের বিরুদ্ধে কুৎসা রটনা করে।
×