ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এএলআরডির সেমিনার

নারীকে এগিয়ে নিতে সমাজ রাষ্ট্র ও পরিবারের মানসিকতা পাল্টাতে হবে

প্রকাশিত: ১০:৩৯, ৬ মার্চ ২০২০

 নারীকে এগিয়ে নিতে সমাজ রাষ্ট্র ও পরিবারের মানসিকতা পাল্টাতে হবে

স্টাফ রিপোর্টার ॥ রাষ্ট্র, সমাজ ও পরিবারসহ সব ক্ষেত্রেই নারীরা আজ অবহেলিত। আইনে নারীকে পর্যাপ্ত সুরক্ষা দেয়া হয়নি। নারীরা আইন, বেআইন ও আইন বহির্ভূতভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। ঐতিহাসিকভাবেই নারীদের পিছিয়ে রাখার প্রথা সমাজে চলে আসছে। নারীকে এগিয়ে নিতে হলে সমাজ রাষ্ট্র এবং পরিবারের লোকজনের মানসিকতা পাল্টাতে হবে। যদিও নারী নিজের চেষ্টায় আজ এগিয়ে যাচ্ছে। সমাজ চাইলেও নারীরা আরও এগিয়ে যেতে পারে। এ কারণে নারী ক্ষমতায়নের পুরুষদের সমভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বক্তারা।বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তারা এই আহ্বান জানান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘নারীর ভূমি অধিকার, কৃষিতে অংশগ্রহণ এবং নারীর সর্বাধিক নিরাপত্তা নিশ্চিতে’ এ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এ্যান্ড ডেভেলপমেন্ট (এএলআরডি) এই সেমিনারের আয়োজন করে। সেমিনারে বক্তারা আরও বলেন, উন্নয়নের পূর্বশর্ত হিসেবে, মানুষ হিসেবে নারীর জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে সবার আগে। নিরাপত্তা, মজুরি, স্বীকৃতি, অধিকার, প্রয়োজন সব ক্ষেত্রে নারীরা বৈষম্যের স্বীকার। নারীর প্রতি সকল বৈষম্য দূর করে নারীর সার্বিক নিরাপত্তা প্রতিষ্ঠার জন্য সরকারের কাছে সুনির্দিষ্ট অঙ্গীকারের দাবি জানান। বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শততম জন্মবর্ষে নারী অধিকার এবং নারীর ক্ষমতায়ন বিষয়ক বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করে নারীর প্রতি চলমান সকল বৈষম্য ও নারী-শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতন দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, সব শর্ত বিলোপ করে প্রান্তিক নারীর ভূমি অধিকার প্রতিষ্ঠায় খাসজমি ব্যবস্থাপনা ও বণ্টন নীতিমালাটি পরিবর্তন করে একটি পূর্ণাঙ্গ আইন প্রণয়ন করতে হবে। পাশাপাশি, বেহাত হয়ে যাওয়া খাসজমিও পুনরুদ্ধার করে তা দরিদ্রদের মধ্যে বিতরণ করার জন্য জোর দাবি করেন। এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এএলআরডি’র উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি। প্যানেল আলোচনায় অংশ নেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. সীমা জামান এবং বিশিষ্ট সাংবাদিক ও কবি সোহরাব হাসান। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত তৃণমূলের নারী সংগঠনের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন। সেমিনারের মূল প্রবন্ধে নারীর ভূমি অধিকার, কৃষিতে অংশগ্রহণ, মজুরি বৈষম্য এবং নারীর সার্বিক নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়। এতে উল্লেখ করা হয় যে কৃষি খাতে নারীর অংশগ্রহণ দিন দিন বাড়ছে এবং পুরুষের সম্পৃক্ততা ক্রমশই হ্রাস পাচ্ছে।
×