ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাটিরাঙ্গার ঘটনায় বিজিবির মামলা ॥ এলাকায় আতঙ্ক, দোকানপাট বন্ধ

প্রকাশিত: ১০:৩৯, ৬ মার্চ ২০২০

 মাটিরাঙ্গার ঘটনায় বিজিবির মামলা ॥ এলাকায় আতঙ্ক,  দোকানপাট বন্ধ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ জেলার মাটিরাঙ্গায় বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৬০-৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি। বৃহস্পতিবার সকালে ৪০ বিজিবির হাবিলদার ইসহাক আলী এ মামলা দায়ের করেন। আসামির তালিকায় নিহত চারজনের নামও রয়েছে। মামলার পর এলাকাবাসীর মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। ঘটনাস্থল গাজীনগরের দোকানপাট বন্ধ হয়ে গেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় ক্ষোভের পাশাপাশি নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। তবে কোন নিরীহ লোক হয়রানি হবে না বলে আশ্বস্ত করেছে উপজেলা প্রশাসন। মাটিরাঙ্গায় গত মঙ্গলবার বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার সকালে ৪০ বিজিবির হাবিলদার ইসহাক আলী এ মামলা দায়ের করেন। মামলার পর মাটিরাঙ্গার গাজীনগর এলাকায় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সবার মধ্যে এখন গ্রেফতার আতঙ্ক। এলাকা অনেকটাই পুরুষ শূন্য। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দিন ভূইয়া জানান, ৪০ খেদাছড়া বিজিবির হাবিলদার ইসহাক আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে সরকারী কাজে বাধা ও অস্ত্র কেড়ে নিয়ে গুলি চালানোর অভিযোগ আনা হয়। মাটিরাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান নাসির আহমেদ চৌধুরী জানান, বিজিবির মামলার কারণে নিহতদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা হয়রানির আশঙ্কা করছেন। তারা ঘটনায় প্রকৃত জড়িতদের শাস্তির দাবি জানান।
×