ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু পরমাণু বিজ্ঞানী পরিষদের নতুন কমিটি

প্রকাশিত: ১০:৩৮, ৬ মার্চ ২০২০

 বঙ্গবন্ধু পরমাণু বিজ্ঞানী পরিষদের নতুন কমিটি

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিজ্ঞানীদের সংগঠন বঙ্গবন্ধু পরমাণু বিজ্ঞানী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। গত ৩ মার্চ রাজধানীর আগারগাঁও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান কার্যালয়ে পরিষদের চতুর্থ দ্বিবার্ষিক কর্মপরিষদ নির্বাচনে নতুন কমিটি গঠন করা হয়। নির্বাচনে কমিশনের সদস্য (পরিকল্পনা) ড. এম আজিজুল হক সভাপতি এবং ড. এএফএম মিজানুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি ড. একেএম ফজলে কিবরিয়া, ড. এসএম আছাদুজ্জামান ও ড. মোঃ আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ ড. মোঃ ইব্রাহিম খলিল, সহ-সাধারণ সম্পাদক ড. মোহাঃ আখতার উজ্জামান ও আবু রায়হান মোহাম্মদ তারেক, সাংগঠনিক সম্পাদক ড. মোঃ শাকিলুর রহমান, তথ্য ও প্রকাশনা সম্পাদক হোসেন মোহাম্মদ জামিল। আঞ্চলিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ড. মোঃ মোরশেদ আলী, ড. মোহাম্মদ সাজ্জাদ হোসেন, ড. এম. হাফিজুর রহমান ও ড. মোঃ নাদিরুজ্জামান। নতুন কমিটিতে নির্বাচিত সদস্যরা হলেন- মাসুদ কামাল (সদস্য, ভৌতবিজ্ঞান), ড. মোঃ নুরুল ইসলাম, ড. নির্মল চন্দ্র দফাদার, ড. দেবাশীষ পাল, ড. আবিদ ইমতিয়াজ, ড. মমতাজ ফাতেমা ওয়াহিদ, ড. আফতাব হোসেন, মোঃ আব্দুল বারী, প্রকৌশলী মোঃ কাউছার আহমাদ রাব্বি, প্রকৌশলী নয়ন কুমার দত্ত, তৌহিদুল ইসলাম, স আ ম শাহরিয়ার ইসলাম ও ড. দেবাশিষ ঘোষ।-বিজ্ঞপ্তি
×