ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা, বিদ্যুতস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১০:৩৭, ৬ মার্চ ২০২০

 রাজধানীতে কলেজছাত্রীর আত্মহত্যা, বিদ্যুতস্পৃষ্টে কিশোর শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সবুজবাগে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছে। এদিকে চকবাজারের ইসলামবাগ এলাকায় প্লাস্টিকের কারখানায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্যদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। সূত্র জানায়, রাজধানীর সবুজবাগে রাবেয়া আক্তার মৌসুমী (২১) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। তিনি ঢাকা মহানগর মহিলা কলেজের অনার্স তৃতীয়বর্ষে ছাত্রী ছিলেন। তার বাবার নাম ইউনুস। বাড়ি পটুয়াখালীর দশমিনা উপজেলার পূর্ব আলীপুর গ্রামে। তিনি কদমতলীর পূর্ব বাসাবো ৬৫/৫/এ নম্বর বাড়িতে সপরিবারে থাকতেন। দুপুরে ঢামেক মর্গে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাসপাতালের ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান। সবুজবাগ থানার উপ-পরিদর্শক জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টার দিকে পূর্ব বাসাবো এলাকার ওই বাসার একটি কক্ষ থেকে রাবেয়া আক্তার মৌসুমী নামে এক কলেজছাত্রীর ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। পরে তার লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়, মৌসুমী পরিবারের কাউকে কিছু না জানিয়ে গত তিনমাস আগে দূরসম্পর্কের ফুফাত ভাই বিল্লালকে বিয়ে করেন। এই বিষয়টি বুধবার জানাজানি হওয়ার পর মৌসুমীকে বকাঝকা করেন মা। পরে মৌসুমী রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। নিহতের ভগ্নিপতি ফিরোজ আহমেদ জানান, দুই-ভাইবোনের মধ্যে মৌসুমী সবার ছোট ছিল। ৩-৪ বছর ধরে ফুফাত ভাই বিল্লালের সঙ্গে মৌসুমীর প্রেমের সম্পর্ক ছিল। বছরখানেক আগে মৌসুমীর সম্মতিতেই এক ব্যক্তির সঙ্গে তার বিয়ের কথা হয়। এই ছেলের সঙ্গে মোবাইল ফোনেও কথা বলতেন মৌসুমী। এরপর থেকে বিল্লালের সঙ্গে তার আর কোন যোগাযোগ ছিল না। ফিরোজ আহমেদ জানান, তিনমাস আগে বিল্লাল মৌসুমীকে বিয়ে করেছেন এমন কাগজপত্র দেখায়। তিনি জানান, ওই বিষয়টি নিয়েই বুধবার রাতে মৌসুমীকে বকাঝকা করেন মা হালিমা বেগম। রাত ১১টার দিকে মৌসুমী পাশের রুমে গিয়ে দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়।
×