ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আদেশ জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রকাশিত: ১০:৩৫, ৬ মার্চ ২০২০

  আদেশ জালিয়াত চক্রের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ আদালতের আদেশ জাল-জালিয়াতির মাধ্যমে গুরুত্বপূর্ণ মামলার আসামিদের জামিনে মুক্ত করা চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবির সিরিয়াস ক্রাইম বিভাগ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ খলিল উদ্দিন (২২) ও বেলাল হোসেন (২৮)। সিরিয়াস ক্রাইম বিভাগ জানায়, দু’জনই আইনজীবীর মুহুরি হিসেবে কাজ করেন। এই চক্রের আরও অন্তত তিন সদস্যকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। সিরিয়াস ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) নাজমুল হক জানান, বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। সহকারী কমিশনার নাজমুল হক জানান, ঠাকুরগাঁও জেলার একটি হত্যা মামলার আসামি জামিল হাসানকে জামিনের জন্য চুক্তি করে হাইকোর্টের দুই আইনজীবীর মুহুরি খলিল উদ্দিন ও বেলাল হোসেন। চুক্তি হিসেবে জামিলের দেয়া ৮৫ হাজার টাকার মধ্যে খলিল নেন ৩৫ হাজার টাকা, বেলাল নেন ৫০ হাজার টাকা। এছাড়া আইনজীবীর জন্য বাড়তি টাকা দেয়ার কথা ছিল। তিনি জানান, গত বছরের ১৫ মে হাইকোর্টের একটি বেঞ্চ জামিল হাসানকে জামিন দেয়। এর কিছুদিন পর ঠাকুরগাঁওয়ের আদালতে জামিনের কাগজ পাঠিয়ে মামলার বিষয়ে জানতে চাইলে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। ওই আসামি জালিয়াতির মাধ্যমে জামিন নিয়েছেন। পরে ওই আসামিকে জজ আদালত তলব করে। কিন্তু আসামি জামিল আদালতে হাজির না হয়ে পলাতক থাকেন। সিরিয়াস ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার জানান, এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার জাকির হোসেন বাদী হয়ে শাহবাগ থানায় জালিয়াতিতে জড়িতদের বিরুদ্ধে মামলা করেন।
×