ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ১০:৩৪, ৬ মার্চ ২০২০

 ঝলক

প্রিয় গান চালাতে অনুরোধ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ছোট্ট শিশু ইমারসন বাস থেকে নামার আগে ড্রাইভারকে তার প্রিয় গান ‘শেক ইট অফ’ গানটি চালাতে বলেন। তা শুনে ওই ড্রাইভার রাস্তার ধারে বাস থামিয়ে মার্কিন গায়িকা টেইলর সুইফটের জনপ্রিয় গানটি চালিয়ে দেন। শুধু চালিয়েই দেননি বরং ইমারসনের সঙ্গে নাচতেও থাকেন বাস ড্রাইভার। মেয়ে ও বাস ড্রাইভারের নাচের দৃশ্য ক্যামেরাবন্দী করতে ভোলেননি ইমারসনের মা ব্রেটি। পরে তিনি সেটি ফেসবুকে আপলোড করেন। রেক্স চ্যাপম্যান নামে ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ফের ভিডিওটি পোস্ট হয়েছে সম্প্রতি। এখনও পর্যন্ত ভিডিওটি এক কোটি ১১ লাখ বার দেখা হয়েছে। সেই সঙ্গে ব্যাপক শেয়ারও হয়েছে সেটি। -নিউজ ১৮ ভোটার কার্ডে কুকুরের ছবি ভারতের ফারাক্কা এলাকার সুনীল কর্মকার নিজের ভোটার কার্ড হাতে পেয়ে খুবই অবাক হয়ে যান। কার্ডে তার ছবির পরিবর্তে রয়েছে একটি কুকুরের ছবি। মুর্শিদাবাদ জেলার ফারাক্কার বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতের ৪০ নম্বর বুথের রামনগরের বাসিন্দা সুনীল কর্মকারের বয়স ৬৩। কুকুরের ছবি দেয়া নিজের ভোটার কার্ডটি হাতে পেয়েই হতভম্ব হয়ে যান তিনি। শেষ পর্যন্ত মানহানির মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তিনি বলেন, মানুষ হিসেবে আমাকে অপমান করা হয়েছে। আমাকে পশু হিসেবে নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে। আমি নির্বাচন কমিশনের ফারাক্কা ব্লক কর্মকর্তার বিরুদ্ধে মানহানির মামলা করব। -ইন্ডিয়া টাইমস
×