ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে আইনজীবী প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১০:৩৩, ৬ মার্চ ২০২০

 পিরোজপুরে  আইনজীবী  প্রতিবাদ  সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ৫ মার্চ ॥ আইনমন্ত্রী আনিসুল হকের পদত্যাগ চেয়ে বিবৃতি দেয়ার প্রতিবাদ জানিয়ে সমাবেশ করেছেন জেলার আইনজীবীরা। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের সামনে পিরোজপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা কামল শামীম, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট দেলোয়ার হোসেন। জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি কানাই লাল বিশ্বাস, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এসএম বেলায়ত হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল হক খান পান্না। সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকট এম এ হাকিম হাওলাদার বলেন, আইনজীবীদের সঙ্গে রূঢ় ও অশালীন আচারণ করার জন্য আইনজীবীরা আদালত বর্জন করেছেন এবং আইনমন্ত্রীর কাছে অভিযোগ করেছেন। সভায় এ সময় অন্য বক্তা বলেন পিরোজপুরের সাবেক জেলা ও দায়রা জজ আব্দুল মান্নানের বিরুদ্ধে আইনজীবীদের সঙ্গে রূঢ় ও অশালীন আচারণসহ বিভিন্ন অভিযোগ করেন এবং বিএনপি কর্তৃক আইনমন্ত্রী আনিসুল হকের পদত্যাগ চেয়ে যে বিবৃতি দিয়েছে তা প্রতিবাদ জানান। এদিকে সাবেক জেলা জজ আব্দুল মান্নান আইনজীবীদের সঙ্গে রূঢ় ও অশালীন আচারণ করার জন্য আইনজীবীরা আদালত বর্জন রেখেছেন।
×