ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ক্লাবে জুয়া খেলা উপকরণ জব্দে হাইকোর্টের আদেশ স্থগিত

প্রকাশিত: ১০:২০, ৬ মার্চ ২০২০

 ক্লাবে জুয়া খেলা উপকরণ জব্দে হাইকোর্টের আদেশ স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ দেশের ক্লাবগুলো থেকে জুয়ার উপকরণ জব্দ এবং এসব খেলা থেকে মানুষকে বিরত রাখতে আইন প্রয়োগকারী সংস্থাকে যে নির্দেশ হাইকোর্ট দিয়েছিল, তা স্থগিত করেছে আপীল বিভাগ। একইসঙ্গে ১৩টি অভিজাত ক্লাবসহ সারাদেশে হাউজি, ডাইস ও তাস খেলা অবৈধ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপীল করার (লিভ টু আপীল মঞ্জুর) অনুমতি দিয়েছে আপীল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপীল বিভাগ এ আদেশ প্রদান করেছেন। আদালতে ক্লাবের পক্ষে ছিলেন ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও ব্যারিস্টার রোকন উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এছাড়া রিটকারী পক্ষে ছিলেন আইনজীবী রেদওয়ান আহমেদ রানজীব।
×