ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অন্যত্র ৭ জন নিহত

রাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দাদা-নাতির

প্রকাশিত: ১০:২০, ৬ মার্চ ২০২০

 রাজশাহীতে বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল দাদা-নাতির

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় রাজশাহী, ভৈরব, সৈয়দপুর, নরসিংদী, নীলফামারি ও ভালুকায় বুধবার রাত থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১১ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। হতাহতদের মধ্যে দাদা-নাতিসহ শিশু, শ্রমিক ও মোটরসাইকেল আরোহী ছিল। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রাজশাহীতে গত ২৪ ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরলো দাদা-নাতিসহ চারজনের প্রাণ। এরমধ্যে সর্বশেষ বৃহস্পতিবার বাগমারায় বাসের চাকায় পিষ্ট হয়ে দাদা ও নাতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- দাদা জাবেদ আলী (৫৫) ও নাতি আব্দুল্লাহ (৮)। তারা উপজেলার বড় বিহানালী ইউনিয়নের মুরারীপাড়া গ্রামের বাসিন্দা। এর আগে বুধবার সন্ধ্যায় জেলার তানোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বাগমারার ভবানীগঞ্জ বান্দাইখাড়া সড়কের খন্দকার মোড়ের দুর্ঘটনায় ভ্যানচালক জাবেদ আলী ও তার নাতির মৃত্যু হয়। জাবেদ আলী তার ৮ বছরের নাতি আব্দুল্লাহকে ভ্যানে করে বাড়ি থেকে বড় বিহানালী দিকে যাচ্ছিলেন। এদিকে বুধবার সন্ধ্যায় রাজশাহীর তানোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা খেয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এক ঘটনায় আহত হয়েছেন একজন। নিহতরা হলেন, উপজেলার প্রাণপুর গ্রামের শাফিউল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (১৯) ও শামসুদ্দিনের ছেলে ফরিদ উদ্দীন (২৪)। ভৈরব ॥ নরসিংদীর রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকায় বৃহস্পতিবার দুপুর দেড়টায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলো- পলাশতলী ইউনিয়নের খাগচর গ্রামের হযরত আলী ভুইয়ার ছেলে তোফজ্জল হোসেন তপু (৩৮) ও শ্রীরামপুর গ্রামের ফজলুর রহমান খন্দকারের ছেলে আলমগীর খন্দকার (৩৬)। সৈয়দপুর ॥ সৈয়দপুরের পল্লীতে পিতার বালুবাহী ট্রাক্টরের ধাক্কায় ফরিদ (৪) নামে এক ছেলে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের পুরনো পোড়ারহাট এলাকার খোদ্দবোতলা গাড়িতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার গোলাম মোস্তফা দীর্ঘদিন ধরে নিজস্ব ট্রাক্টরে মালামাল পরিবহনের ব্যবসা করে আসছিল। ঘটনার দিন তার ট্রাক্টরের ভিন্ন চালক দিয়ে বালু বহন করে বাড়ির পাশে একটি পয়েন্ট বালু আনলোড করা হচ্ছিল। এ সময় তার একমাত্র পুত্র সন্তান ফরিদ পিতার গাড়ি দেখে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে ট্রাক্টরের কাছে যায়। এ সময় ট্রাক্টরের শ্রমিকরা শিশু ফরিদের গাড়ির কাছে অবস্থান বুঝতে না পেরে বালু আনলোডের জন্য ট্রাক্টরের ডালা খুলে দেয়। এতে ফরিদের মাথায় সাজোরে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মাথা ফেটে যায় এবং নাক ও কান দিয়ে রক্তপাত হয়ে অচেতন হয় শিশুটি। পরে পরিবারের লোকজন সৈয়দপুর হাসপাতালে নিলে চিকিৎসক ফরিদকে মৃত ঘোষণা করেন। নরসিংদী ॥ বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার মাহমুদাবাদ এলাকার জমজম অটো রাইস মিলের সামনে বৃহস্পতিবার দুপুর ১টায় এ ঘটনা ঘটে। নীলফামারী ॥ সড়ক দুর্ঘটনায় আল-মামুন (১৪) নামের এক কিশোর মাহেন্দ্র ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে। বুধবার রাতে নীলফামারীর ডোমার উপজেলায় ডোমার-চিলাহাটি সড়কের কাজীরহাট ঝাড়পাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
×