ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনে অনিয়ম দুর্নীতি

শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের চার দফা দাবি

প্রকাশিত: ১০:১৯, ৬ মার্চ ২০২০

 শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের চার দফা দাবি

স্টাফ রিপোর্টার ॥ বেতন বৃদ্ধি ও বকেয়া আদায়ে গ্রামীণফোন লি. শ্রমিক-কর্মচারী ঐক্যপরিষদ চার দফা দাবি জানিয়েছে। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে দাবি বাস্তবায়নে সংবাদ সম্মেলন করা হয়। এতে সংগঠনটির সমন্বয়ক মোঃ লোকমান হোসেন লিখিত বক্তব্য পাঠ করেন। এতে বলা হয় প্রতিষ্ঠার পর থেকে গ্রামীণফোনে সাত শতাধিক শ্রমিক-কর্মচারী চাকরি করে আসছে। কিন্তু গ্রামীণফোনের কিছু অসাধু কর্মকর্তা শ্রম আইন অনুসরণ না করে শ্রমিকদের ওপর অমানুষিক নির্যাতন ও চাকরিচ্যুতি করে আসছে। এটা বন্ধ করাসহ চার দফা দাবি জানানো হয়। এতে বন্ধকৃত বাৎসরিক বেতন বৃদ্ধি ও বকেয়া দ্রুত প্রদান, বিনা নোটিসে বন্ধকৃত ১২৬ শ্রমিকের ডিউটি অনতিবিলম্বে চালু, ওয়্যার হাউজের ৩৮ শ্রমিকের স্থগিতকৃত বেতন প্রদান, লভ্যাংশের ৫ শতাংশ ৩০০ কোটি শ্রমিকদের মধ্যে বণ্টন করতে হবে।
×