ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

২১ বছরেও উদীচী হত্যাযজ্ঞের বিচার হলো না

প্রকাশিত: ০৯:২০, ৬ মার্চ ২০২০

 ২১ বছরেও উদীচী  হত্যাযজ্ঞের বিচার হলো না

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ আজ ৬ মার্চ। বাংলা সংস্কৃতির ইতিহাসের বর্বরোতম কাল রাত। ১৯৯৯ সালের এই রাতে সন্ত্রাসীদের পুঁতে রাখা বোমার বিস্ফোরণে নিভে যায় তরতাজা ১০টি প্রাণ। লাশ আর রক্তের মিছিলে পঙ্গুত্ব বরণ করেন আরও অন্তত দেড় শতাধিক মানুষ। বর্বরোচিত সে ঘটনার ২১ বছরেও রাজনৈতিক নগ্ন হস্তক্ষেপের কারণে মেলেনি বিচার। যশোরের নারকীয় উদীচী হত্যাযজ্ঞের ২১ বছর পার হলো আজ ৬ মার্চ। ১৯৯৯ সালের এই দিন গভীররাতে যশোর টাউন হল মাঠে চলছিল উদীচীর দ্বাদশ জাতীয় সম্মেলনের শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই পর পর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে নিহত হন ১০ জন। আহত হন আড়াই শতাধিক নিরীহ মানুষ। নৃশংস এই হত্যাকা-ের দু’দশক পার হলেও বিচারের মুখোমুখি করা যায়নি মূল ঘাতকদের। এমনকি বাস্তবে কারা এই জঘন্য ঘটনা ঘটিয়েছিল তাও উদঘাটন হয়নি আজও। ঘাতকদের হত্যার বিচার চাইতে চাইতে হতাশ হয়ে পড়েছেন নিহতের স্বজন, আহত ও সাংস্কৃতিক কর্মীরা। উদীচী ট্র্যাজেডিতে নিহত নূর ইসলাম, নাজমুল হুদা তপন, সন্ধ্যা রানী ঘোষ, ইলিয়াস মুন্সী, শাহ আলম বাবুল, বাবুল সূত্রধর, শাহ আলম, বুলু, রতন রায় এবং রামকৃষ্ণের পরিবারের সদস্যদের দীর্ঘশ্বাস বাড়ছে।
×