ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ পৌরসভায় গণশুনানি

প্রকাশিত: ০৯:১৬, ৬ মার্চ ২০২০

 সিরাজগঞ্জ পৌরসভায় গণশুনানি

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ পরিকল্পিত নগরায়ণের লক্ষ্যে সিরাজগঞ্জ পৌরসভার আয়তন বৃদ্ধির জন্য বৃহস্পতিবার সিরাজগঞ্জ পৌরসভার হলরুমে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শহরের বর্তমান পৌর সীমানার পশ্চিমে এবং দক্ষিণে এই সীমানা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। পশ্চিমে বিদ্যমান সার্কিট হাউসসহ নির্মাণাধীন মেডিক্যাল কলেজ এবং দক্ষিণে পুলিশ লাইনসহ রামগাতি মৌজা পর্যন্ত সীমানা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। গণশুনানিতে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ গোলাম রাব্বী, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, এ্যাডভোকেট বিমল কুমার দাশ, এ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবীন, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার নুরুল ইসলাম বাবুসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×