ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কুষ্টিয়ায় শিক্ষক হত্যা মামলায় একজনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:১৫, ৬ মার্চ ২০২০

 কুষ্টিয়ায় শিক্ষক হত্যা মামলায় একজনের  ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ৫ মার্চ ॥ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী রবিউল ইসলামকে (৪৯) হত্যার দায়ে এক আসামির মৃত্যুদন্ড ও তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ডসহ অর্থদন্ড, অনাদায়ে আরও এক বছর সশ্রম করাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় প্রদান করেন। ফাঁসির দন্ডপ্রাপ্ত ওই আসামির নাম মুন্সী সোহাগ (৩৫)। সে জেলার কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের মৃত মুন্সী রেজাউল করিমের ছেলে। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত তিন আসামি দয়ারামপুর গ্রামের মৃত মজিবরের ছেলে রাজু আহম্মেদ (৩৫), কোমরকান্দি গ্রামের ইয়কুব আলীর ছেলে রুবেল (৩৫) ও দুর্গাপুর গ্রামের হাতেম শেখের ছেলে আজাদ (৪০)। যাবজ্জীবন ছাড়াও তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। আদালত সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিবাদের জের ধরে ২০১৫ সালের ২৪ জানুয়ারি রাত ১টার দিকে মুন্সী সোহাগসহ চার আসামি পূর্ব পরিকল্পনা মোতাবেক কুমারখালী উপজেলার দয়ারামপুর গ্রামের নিজ বাড়িতে মুন্সী রবিউল ইসলামকে গুলি করে হত্যা করে। নিহত রবিউল ইসলাম ছিলেন স্থানীয় হোগলা মহেন্দ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
×