ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

লাফার্জ হোলসিমের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৯:১৩, ৬ মার্চ ২০২০

 লাফার্জ হোলসিমের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দেবে, যার পুরোটাই নগদ লভ্যাংশ। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ ঘোষণা করা হয়। জানা গেছে, আলোচিত বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় বা ইপিএস (সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ) হয়েছে ১ টাকা ৫০ পয়সা। আর এককভাবে শুধু লাফার্জহোলসিমের ইপিএস হয়েছে ১ টাকা ৮ পয়সা। আগামী ৭ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা বা এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল। -অর্থনৈতিক রিপোর্টার
×