ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

চন্দ্রাহত

প্রকাশিত: ০৬:৪৮, ৬ মার্চ ২০২০

চন্দ্রাহত

আমি যাবো না তো শক্ত পোক্ত মাটির আন্ধারে তা কি হয়? উচ্ছ্বাসের বেনোজল জলোচ্ছ্বাসে চিবুক ধরে টানে! হেঁচকিয়ে রক্তচোখে ভয় দেখায় চরুটের ধোঁয়ার মাতাল ঘূর্ণি ভেঞ্চি কাটে দূরপাল্লার জাহাজে, ইছামতী পাড়ে চৌকষী জমির আইলে তবু চোখ যোজনে-যোজনে রক্তজবার শাখে বলে সর্পিণী .. (পর) কীয়া মোহে ভালোবাসে আজো সুযোগ পেলে!
×