ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব শুরু কাল

প্রকাশিত: ১২:০২, ৫ মার্চ ২০২০

ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব শুরু কাল

সংস্কৃতি ডেস্ক ॥ কণ্ঠশীলন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীতজ্ঞ প্রয়াত ওয়াহিদুল হকের জন্মদিন আগামী ১৬ মার্চ। তার জন্মদিন উপলক্ষে ‘মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান’ প্রতিপাদ্যে ‘ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব ২০২০’-এর আয়োজন করেছে তাঁরই হাতে গড়া সংগঠন কণ্ঠশীলন। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আগামীকাল শুক্রবার সকাল ৯টায় দুদিনব্যাপী উৎসবের উদ্বোধন করবেন প্রখ্যাত অভিনেতা ও আবৃত্তিশিল্পী সৈয়দ হাসান ইমাম। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। এ বছর ওয়াহিদুল হক স্মারণিক মিলনোৎসব সম্মাননার জন্য মনোনীত হয়েছেন মঞ্চসারথি আতাউর রহমান। এছাড়াও দুদিনের অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য এবং ওয়াহিদুল হককে নিয়ে আলোচনা করবেন বীর মুক্তিযোদ্ধা, নাট্যজন ম হামিদ, প্রখ্যাত নাট্যকার, নির্দেশক ও অভিনেতা মামুদুর রশীদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কণ্ঠশীলন অধ্যক্ষ মীর বরকত ও উৎসব আহ্বায়ক মোস্তফা কামাল এবং সভাপতিত্ব করবেন কণ্ঠশীলন সভাপতি গোলাম সারোয়ার। আগামীকাল ৬ ও ৭ মার্চ ২০২০ শুক্র ও শনিবার দুদিনব্যাপী অনুষ্ঠানে দলীয় পরিবেশনায় থাকছে, সুরতীর্থ, তামান্না রহমান ও তাঁর দল, বহ্নিশিখা, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, সংবৃতা, স্বরকল্পন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, কল্পরেখা এবং জনি বয়াতী ও তার দল। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে আয়োজিত এই মিলনোৎসবের দ্বিতীয় দিন ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে উদ্যাপিত হবে। এই আয়োজনে কণ্ঠশীলনের নতুন আবৃত্তি প্রযোজনা ‘বঙ্গবন্ধু : ভালোবেসে হৃদয়ে রেখেছি’-এর প্রথম মঞ্চায়ন হবে। প্রযোজনাটির রচনা ও গ্রন্থনা করেছেন হাসান জাহাঙ্গীর এবং নির্দেশনা দিয়েছেন মীর বরকত। প্রযোজনাটির উদ্বোধন করবেন মুক্তিযোদ্ধা, আবৃত্তিশিল্পী আশরাফুল আলম। ওয়াহিদুল হক আজীবন কণ্ঠশীলন ভাবনাকে ধারণ করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন কণ্ঠশীলনের সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে সারা দেশে কণ্ঠশীলন কার্যক্রমকে ছড়িয়ে দেয়ার। আমরা তাঁর সেই স্বপ্ন এবং কণ্ঠশীলন কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে কণ্ঠশীলন দীক্ষিত সকল সদস্যের মাঝে এই পরিকল্পনা ছড়িয়ে দেয়ার ব্রত নিয়ে দুই দিনের অনুষ্ঠানমালা হাতে নিয়েছি। কণ্ঠশীলনের প্রথম থেকে ষত্নবতি আবর্তন উত্তীর্ণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ও তাদের ভাবনাসমূহ গ্রহণের মধ্য দিয়ে কণ্ঠশীলন ওয়াহিদুল হকের কর্মকাণ্ডের বাস্তবায়ন রূপরেখা পাওয়া যাবে, আমরা তাই আশা করি। এই আয়োজন কেবল অনুষ্ঠান নয়, কেবল পুনর্মিলন নয়, এই আয়োজন দেশের সকল সাংস্কৃতিক কর্মীর এক বৃহৎ উৎসবে পরিণত হবে।
×