ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দীপু হাজরার নাটক ‘আপন আঁধার’

প্রকাশিত: ১২:০২, ৫ মার্চ ২০২০

দীপু হাজরার নাটক ‘আপন আঁধার’

সংস্কৃতি ডেস্ক ॥ জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল মাছরাঙা টেলিভিশনে আগামীকাল শুক্রবার রাত ৯টায় প্রচার হবে বিশেষ নাটক ‘আপন আঁধার’। শফিকুর রহমান শান্তনুর রচনায় নাটকটি পরিচালনা করেছেন এই সময়ে জনপ্রিয় নাট্য নির্মাতা দীপু হাজরা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, অপর্ণা ঘোষ, এফ এস নাঈমসহ আরও অনেকে। ‘আপন আঁধার’ নাটকের কাহিনীতে দেখা যাবে এক স্বামী স্ত্রীর বোঝাপড়া নিয়ে গল্প ‘আপন আঁধার’। তাদের অতীত পাপ হেলুসিনেশন হয়ে তাদের সামনে এসে দাঁড়ায়। এক অনাকাক্সিক্ষত শিশু মেলবন্ধন তৈরি করে তাদের মধ্যে। সম্প্রতি এক দুর্ঘটনায় মৌমির তিন মাসের বাচ্চা মিসকারেজ হয়। এই বাচ্চাকে নিয়ে তাদের মধ্যে অনেক স্বপ্ন কাজ করছিল। অকালে সেই স্বপ্ন ভেঙ্গে যাওয়ায় মৌমি মানসিকভাবে ভেঙ্গে পড়ে। তাই ডাক্তারের পরামর্শে তাকে নেপাল নিয়ে আসে অভ্র। এখানে আসার পর মৌমি এক ধরনের আতঙ্কে ভোগে। তার মনে হয় কেউ তাকে আড়াল থেকে ফলো করছে। কিন্তু সে সামনে আসছে না। অভ্র তাকে প্রবোধ দেয়, এসব কিছু না। তার মনের ভুল। ডাক্তার বলেছে, এ ধরনের মানসিক অবস্থায় এমন নানা ধরনের হেলুসিনেশন হয়ে থাকে। কেউ কেউ বাচ্চা দেখে থাকে। কিন্তু সত্যি একদিন আড়াল থেকে বেরিয়ে আসে এক মুখ। সেই মুখ মৌমির চেনা। রাজ। অভ্রর সঙ্গে বিয়ের ৫ বছর আগে যার সঙ্কে পরিচয় মৌমির। ভালবেসে গোপনে বিয়ে করেছিল তারা। তাদের ভালবাসার ফসল এক অনাগত সন্তান আসারও কথা ছিল। কিন্তু রাজ অন্য ধর্মাবলম্বী ও ঐ সময় রাজের পারিবারিক, অর্থনৈতিক অবস্থা ভাল না থাকায় তারা তাদের বিয়ের সামাজিক স্বীকৃতির ব্যাপারটা গোপন করে। মৌমিও বাচ্চা নিতে চায়নি বলে তিন মাসের মাথায় এবরশন করিয়ে ফেলে। রাজ চাইছিল, তাদের ভালবাসার প্রথম নিদর্শন পৃথিবীর আলো দেখুক। তাই রাজের অনুমতি না নিয়েই মৌমি কাজটা করেছিল। এতে রাজ ভয়ঙ্করভাবে ভেঙ্গে পড়ে। কিন্তু মৌমির কোন উপায় ছিল না। এ ভাবেই এগিয়ে চলে ‘আপন আঁধার’ নাটকের গল্প।
×