ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজশাহী অঞ্চলে হঠাৎ মুষলধারে বৃষ্টি

প্রকাশিত: ১১:৪২, ৫ মার্চ ২০২০

রাজশাহী অঞ্চলে হঠাৎ মুষলধারে বৃষ্টি

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে চলতি মৌসুমের প্রথমে মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। প্রায় ঘণ্টাব্যাপী ভারিবর্ষণ হয়েছে রাজশাহী অঞ্চলে। বুধবার বিকেল ৩টার দিকে হঠাৎ করেই আকাশে কালো মেঘ জমতে শুরু করে। এরপর পৌনে চারটার দিকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির স্থায়িত্ব ছিল প্রায় এক ঘণ্টা। এ সময় মহানগরীসহ আশপাশের উপজেলায় বিদ্যুত সরবরাহ বন্ধ করে দেয়া হয়। বিকেল ৫টার পর থেকে আবার বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়। বৃষ্টিতে শহরের সাহেব বাজার ও গণকপাড়াসহ অনেক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এ সময় অফিস ফেরত মানুষজনকে বাড়ি ফিরতে দুর্ভোগ পোহাতে হয়। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, বৃষ্টির সময় সামান্য ঝড় বয়ে গেলেও এটি কালবৈশাখী নয়। চট্টগ্রামে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ॥ আহত ৩ চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে নগরীর ষোলশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, নগরীর ফরেস্ট গেট এলাকায় তিন নম্বর লাইনে একটি মালবাহী ওয়াগন দাঁড়িয়েছিল। এ সময় সিগন্যাল না মেনে সেই একই লাইনে চলে আসে শাটল ট্রেন। সংঘর্ষের ফলে শাটলের প্রথম বগিতে থাকা দুই পুলিশ সদস্য ও লোকোমাস্টার ট্রেন থেকে ছিটকে পড়ে আহত হন। চরফ্যাশনে ৫ জেলের কারাদ- নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ৪ মার্চ ॥ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে মঙ্গলবার রাতে বাবুল, নূরনবী, সোহান, হাসেম মাঝি, রুহুল আমিন নামের ৫ জেলেকে এক বছর করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ওই রাতে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা ইলিশসহ একটি ট্রলার ও একলাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বুধবার সকালে ভ্রাম্যমাণ আদালত জাটকাগুলো এতিমখানা, মাদ্রাসা ও গরিব দুস্থদের মাঝে বিতরণ করেন, কারেন্ট জালগুলেতে অগ্নিসংযোগ এবং ট্রলারটি নিলামে বিশ হাজার টাকায় বিক্রি করেন।
×