ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গোপালগঞ্জে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদ

প্রকাশিত: ১১:৪২, ৫ মার্চ ২০২০

গোপালগঞ্জে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদ

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৪ মার্চ ॥ কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারী এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফরিদপুরে মানববন্ধন করেছে সরকারী রাজেন্দ্র কলেজ ও সরকারী চরভদ্রাসন কলেজের শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা। বুধবার সকাল ১০টায় দিকে সরকারী রাজেন্দ্র কলেজের শহর ক্যাম্পাসের সামনের সড়কে রাস্তায় এ মানববন্ধন কর্মসূচী পালন করে ওই কলেজের শিক্ষকরা। কর্মসূচী চলাকালে বাংলাদেশ শিক্ষক পরিষদের ফরিদপুর জেলা শাখার সভাপতি ও সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোশাররফ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সরকারী রাজেন্দ্র কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, একই কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল হালিম, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মিজানুর রহমান, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক রিজভী জামান প্রমুখ। দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চরভদ্রাসন সরকারী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকাল দশটার দিকে কলেজ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। অধ্যক্ষ মোঃ বিলাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সহযোগী অধ্যাপক আবুল খায়ের মোঃ রিজভী মাহমুদ, সহকারী অধ্যাপক রঞ্জন কুমার ঘোষ, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ আবদুস সালাম, প্রভাষক মোঃ মিজানুর রহমান, মোঃ মহিবুর রহমান, মোঃ কবির হোসেন, যুধিষ্ঠির বিশ^াস, সোহাগ মিয়া প্রমুখ। উল্লেখ্য, গত রবিবার (১ মার্চ) রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারী এস কে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন সাইফুল ইসলাম। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
×