ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

প্রকাশিত: ১১:৪১, ৫ মার্চ ২০২০

কলাপাড়ায় দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৪ মার্চ ॥ কলাপাড়ায় শিমুল হাওলাদারের (২৭) দুই পা গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় চলের কাটায় বিদ্ধ হয়ে গুরুতর জখম হয়েছে কলেজ ছাত্র অমিত হাওলাদার (২০)। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নীলগঞ্জ আবাসন সংলগ্ন খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেছে। শিমুলের অবস্থা সঙ্কটজনক হওয়ায় চিকিৎসক তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন। শিমুল নীলগঞ্জ ইউনিয়নের নীলগঞ্জ গ্রামের সুলতান হাওলাদারের ছেলে। এছাড়া অমিত হাওলাদার একই ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের অনিল হাওলাদারের ছেলে। অমিত সরকারী মোজাহারউদ্দিন বিশ^াস অনার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। অমিত জানায়, ঘটনার সময় ওই খেয়া পার হয়ে পৌর শহরের কলাপট্টি খেয়াঘাটে যাচ্ছিল। তখন দেশীয় অস্ত্র ও লোহার রড নিয়ে ৭/৮ জন সন্ত্রাসী দুজনের ওপর হামলা চালায়। সিঙ্গাপুর ফেরত যুবক করোনায় আক্রান্ত নন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৪ মার্চ ॥ নওগাঁ সদর হাসপাতালে ভর্তি সিঙ্গাপুর ফেরত বাংলাদেশী যুবক মেহেদী হাসান করোনাভাইরাসে আক্রান্তে নন। পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি বলে বুধবার সকালে নওগাঁ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুমিনুল হক জনকণ্ঠকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। ওই যুবক সর্দি-জ্বর আর গায়ে ব্যথা নিয়ে সোমবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি হয়। নওগাঁ সদর হাসপাতালের চিকিৎসক বোর্ড ওই যুবকের শরীর থেকে নেয়া রক্ত ও সিরামের নমুনা পরীক্ষার জন্য মঙ্গলবার ঢাকায় পাঠায়। নমুনা পরীক্ষায় ওই যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়নি।
×