ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নোয়াখালীতে শিশুসহ শিক্ষিকা নিহত

প্রকাশিত: ১১:৪০, ৫ মার্চ ২০২০

নোয়াখালীতে শিশুসহ শিক্ষিকা নিহত

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ৪ মার্চ ॥ বেগমগঞ্জে পিকআপ ভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষিকা ও তার দুই বছরের শিশু সন্তান ঘটনাস্থলে মারা যান। এ সময় নিহতের আরও দুই মেয়েসহ তিনজন আহত হয়। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার ছালামের দোকান এলাকায় সোনাইমুড়ি-চৌমুহনী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, মিরওয়ারিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পলি রানী মজুমদার ও তার দুই বছরের শিশু সন্তান নিভি রানি মজুমদার। আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, চৌমুহনী চৌরাস্তা থেকে অটোরিক্সা আপানিয়ার দিকে যাওয়ার পথে ছালামের দোকান এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামীর একটি পিকআপের সঙ্গে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে স্কুল শিক্ষিকা পলি ও তার শিশুকন্যা মারা যায়। আহত হয় ওই শিক্ষিকার দুই মেয়েসহ আরও তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। আশুগঞ্জে পুলিশ স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আশুগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক চাপায় সৈয়দ হোসেন (৫৮) নামে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের পূর্বপাশে মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সৈয়দ হোসেন আশুগঞ্জ থানায় পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া থানার পূর্ব কোদালা এলাকার মীর আহাম্মদের ছেলে। পুলিশ জানায়, রাতে এসআই জহিরুল ইসলামসহ সৈয়দ হোসেন, হিমেল বড়ুয়া, আবুল হাসনাত ও ড্রাইভার আবুল কালাম পুলিশ ভ্যান নিয়ে রাত্রীকালীন (মোবাইল-২) রনপাহাড়ায় আশুগঞ্জ টোলপ্লাজা হতে বড়ইর মোজাহিদ পেট্রোল পাম্প পর্যন্ত ডিউটি করার জন্য বের হন। ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় প্রকৃতির ডাকে সাড়া দিতে সড়ক পারাপারের সময় দ্রুত গতির একটি মালবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বগুড়ায় শিশু স্টাফ রিপোর্টার বগুড়া থেকে জানান, বগুড়ার ধুনট উপজেলায় বুধবার সকালে ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় রহমত উল্লাহ (১০) নামের এক শিশু নিহত হয়েছে। সে ধুনট উপজেলা সদরের রাঙ্গামাটি গ্রামের মিঠু ম-লের ছেলে। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে শিশু রহমত উল্লাহ বাইসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে সোনামুখি মোড়ে দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। খুলনায় যাত্রী স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, ডুমুরিয়া উপজেলার এম এ লতিফ ফিলিং স্টেশনে জ্বালানি নেয়ার জন্য দাঁড়িয়ে থাকা যাত্রীসহ একটি মাহেন্দ্র (থ্রি হুইলার) যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় এক মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন। এসময় এক গর্ভবতী নারীসহ ৫ জন আহত হন। বুধবার সকাল ৮টার দিকে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোসলেম উদ্দীন (৩০)। তিনি ডুমুরিয়া উপজেলার সাহস গ্রামের মোঃ ইসলাম হোসেনের ছেলে। চুকনগর হাইওয়ে পুলিশ জানায়, ডুমুরিয়া সদরের খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে এম এ লতিফ ফিলিং স্টেশন থেকে একটি মাহেন্দ্র (থ্রি হুইলার) জ¦ালানি তেল নিচ্ছিল। এমন সময় জ¦ালানি নিতে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই থ্রি হুইলারকে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্র যাত্রী মোসলেম উদ্দিন মারা যায় এবং ৫ যাত্রী আহত হন। আহতরা হলেন ৫ মাসের গর্ভবতী তানজিনা (৩০), সেতু সরদার (২৪), রবিউল ইসলাম (৩০), মোঃ জাহিদ বিশ^াস ও রায়হান (২৮)। আহতদের ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বরিশালে চালক স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নে বড়মগড়া এলাকায় মালবোঝাই ট্রলির সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নেতা ইজিবাইক চালক অরবিন্দু ওঝা (৪৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে আগৈলঝাড়া-গোপালগঞ্জ মহাসড়কের বড়মগড়া এলাকায় এ দুর্ঘটনায় নিহত অরবিন্দু ওঝা পূর্ব পয়সা গ্রামের মৃত অনিল ওঝার পুত্র। আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনায় অরবিন্দু ওঝা গুরুতর আহত হওয়ার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে ও তাৎক্ষণিক বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে বুধবার দুপুরে আগৈলঝাড়া ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অরবিন্দু ওঝা নিহতের ঘটনায় অবৈধ ট্রলির চালক রাসেল বয়াতীকে গ্রেফতারের দাবিতে দুর্ঘটনাস্থল বড়মগড়া ও পয়সা এলাকায় ঘণ্টাব্যাপী সড়ক অবেরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। ইজিবাইক মালিক শ্রমিক সমবায় সমিতির নেতৃবৃন্দের সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান, থানার ওসি, ইউপি চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধদের দাবি চালককে গ্রেফতারের মাধ্যমে বিচারের আশ্বাস দেয়ার পর সড়ক অবরোধ প্রত্যাহার করা হয়। ফরিদপুরে চালক নিজস্ব সংবাদদাতা ফরিদপুর থেকে জানান, ভাঙ্গায় বাস-ট্রাক সামনাসামনি সংঘর্ষে বাসচালক মাসুদ মিয়া (৫০) নিহত ও ১৫ যাত্রী আহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রামের কলাতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস চালক মাসুদ মিয়া পটুয়াখালী জেলার দুমকি উপজেলা শ্রীমরামপুর গ্রামের আব্দুল মালেক খানের ছেলে। জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী মল্লিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সয়াবিন তৈল ভর্তি বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্য হলে উভয় গাড়ি সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সংঘর্ষে বাস চালক ঘটনাস্থলেই মারা যান। আহত হন ওই বাসের ১৫ যাত্রী। খাদে হুইপের বহরের গাড়ি স্টাফ রিপোর্টার দিনাজপুর থেকে জানান, ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী এলাকায় জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের গাড়ি বহরের একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে জয়পুরহাটের কালাই উপজেলা চেয়ারম্যানসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট জেলা থেকে আওয়ামী লীগের বর্ধিতসভায় যোগদানের জন্য দিনাজপুরের উদ্দেশে যাওয়ার পথে আমবাড়ী নামক স্থানে হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পেছনের মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় জয়পুরহাটের কালাই উপজেলা চেয়ারম্যান মিনফুজুর রহমান, সাবেক মেয়র তালুকদার বেলাল, আহমাবাদ ইউপি চেয়ারম্যান আলী আকবর, জিন্দাবাদ ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, উদয়পুর ইউপির সাধারণ সম্পাদক নয়ন চৌধুরী ও গাড়ি চালক সাইফুর আহত হন।
×