ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ১১:৩৯, ৫ মার্চ ২০২০

নেত্রকোনায় অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৪ মার্চ ॥ জেলার দুর্গাপুর পৌরশহরের মধ্যবাজারে মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতি হয়েছে আনুমানিক ২০ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ১২টার দিকে আকস্মিকভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয় জনতা আশপাশের বাড়িঘর ও বিভিন্ন জলাধার থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে দমকল কর্মীরা এসে রাত ৪টার দিকে নিয়ন্ত্রণে আনেন। মাদারীপুর নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, মঙ্গলবার রাতে শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের হাজী ওহাব বেপারিরকান্দি গ্রামে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকা-ে ১৫ ঘর ও ২টি গবাদিপশু পুড়ে গেছে। ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। ক্ষতিগ্রস্তরা জানান, শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের হাজী ওহাব বেপারিরকান্দি গ্রামে মঙ্গলবার রাতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে ১৫টি ঘরসহ ২টি গবাদিপশু পুড়ে যায়। ঘরের ভেতর থাকা প্রয়োজনীয় আসবাবপত্র ও টাকা সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। শিবচর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খুলনা স্টাফ রিপোর্টার খুলনা অফিস থেকে জানান, নগরীর ফুলবাড়ি গেট আফতাব হোসেন প্লাজায় অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে নিউ রেডি ফ্যাশন নামের ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ভস্মীভূত এবং অন্য ১০টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের খুলনার ১টি, দৌলতপুরের ২টি এবং খানজাহান আলী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। মৌলভীবাজার নিজস্ব সংবাদদাতা মৌলভীবাজার থেকে জানান, অগ্নিকা-ের ক্ষতিগ্রস্ত পিংকি সু স্টোরের পরিবারকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ২ লাখ টাকার অর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে। বুধবার সকালে মৌলভীবাজার পৌরসভার কনফারেন্স রুমে পিংকি স্টোরের পরিবারের চাচা প্রণয় চন্দ্র দাস মনা ও মেয়ে পিংকি দাসের হাতে এই চেক তুলে দেয়া হয়।
×