ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছাত্রী উত্ত্যক্ত ও শ্লীলতাহানি

শিক্ষার্থীদের আন্দোলনে অচল যশোরের নজরুল ডিগ্রী কলেজ

প্রকাশিত: ১১:৩৮, ৫ মার্চ ২০২০

শিক্ষার্থীদের আন্দোলনে অচল যশোরের নজরুল ডিগ্রী কলেজ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শিক্ষার্থীদের আন্দোলনে অচল হয়ে পড়েছে যশোর সদর উপজেলার কাজী নজরুল ইসলাম ডিগ্রী কলেজ। ছাত্রী উত্ত্যক্ত ও শ্লীলতাহানির ঘটনায় রসায়ন বিভাগের শিক্ষক বিপ্লব কুমারকে স্থায়ী বরখাস্তের দাবিতে তিনদিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে। বুধবার শিক্ষার্থীরা শিক্ষক বিপ্লবের স্থায়ীভাবে বরখাস্তের দাবিতে সকল শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীরা বলেছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত শ্রেণী কক্ষে ফিরবেন না। এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই শিক্ষককে কলেজে আসতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে জানান কলেজ অধ্যক্ষ আবু মাসুদ। অনার্সের শিক্ষার্থী রাকিব হোসেন জানান, শিক্ষক বিপ্লব একজন নারীলোভী। তাকে কেউ কলেজে দেখতে চায় না। এই শিক্ষকের লালসার শিকার হয়েছেন অনেক ছাত্রী। মিষ্টি ভাষা ব্যবহার করে একাধিক ছাত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছে। সর্বশেষ শ্লীলতাহানির শিকার হয়ে দুই ছাত্রী শিক্ষক বিপ্লব কুমারের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করার পর তার কেলেঙ্কারি ফাঁস হয়ে পড়ে। ওই সময় ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন শিক্ষক বিপ্লব। শিক্ষার্থী সোহানা ও সাদিয়া জানান, একজন শিক্ষকের এই ধরনের মানসিকতা সত্যিই ঘৃণিত। তিনি কোনভাবেই মহান এই পেশায় থাকার অধিকার রাখেন না। তিনি কলেজে এলে শিক্ষার্থীরা কেউ শ্রেণীকক্ষে ফিরে যাবেন না। নাম প্রকাশ না করার শর্তে কয়েক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, জিবি কমিটির কয়েকজন ব্যক্তিগত সুবিধা গ্রহণ করে ছাত্রী উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক বিপ্লব কুমারের সাময়িকভাবে বরখাস্তের আদেশ প্রত্যাহার করেছেন। তারা কোনভাবেই এই সিদ্ধান্ত মেনে নেবেন না। বিপ্লবকে স্থায়ীভাবে বরখাস্ত না করা পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে। প্রয়োজনে তারা কলেজ ক্যাম্পাস ছেড়ে সড়কে অবস্থান নিয়ে আন্দোলন করবেন। এত বড় অপরাধ করার পরও ওই শিক্ষককে কোনভাবেই কলেজে ঢুকতে দেয়া হবে না। এই বিষয়ে কলেজ পরিচালনা পরিষদের সদস্য মতিয়ার রহমান জানান, শিক্ষক বিপ্লবকে ঘিরে ছাত্রছাত্রীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। কলেজে শান্তি বজায় রাখার ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কমিটির অন্যদের সঙ্গে আলোচনা করেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। কলেজের অধ্যক্ষ আবু মাসুদ জানিয়েছেন, শিক্ষার্থীদের আন্দোলনে তিনদিন ধরে কলেজে অচল অবস্থা বিরাজ করছে। তাদের বোঝানো হচ্ছে শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার জন্য। কিন্তু তারা কোন কথা শুনছে না। প্রতিদিন কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষক বিপ্লবকে কলেজে আসতে আপাতত নিষেধ করা হয়েছে। কলেজে অচলাবস্থার বিষয়টি জিবি কমিটিকে জানানো হয়েছে। প্রসঙ্গত, ২০১৭ সালের ১২ ডিসেম্বর কলেজের দুই ছাত্রী বিজ্ঞান বিভাগের শিক্ষক বিপ্লব কুমারের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির লিখিত অভিযোগ করেন।
×