ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১০ কুকুর উপহার ভারতের

প্রকাশিত: ১১:৩৭, ৫ মার্চ ২০২০

১০ কুকুর উপহার ভারতের

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বাংলাদেশ সেনাবাহিনীকে দশটি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছে ভারতীয় সেনা কর্তৃপক্ষ। বুধবার বেনাপোল-পেট্রাপোল সীমান্তে এই কুকুরগুলো হস্তান্তর করেন কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল আর কে সাজেদ। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষে সেগুলো গ্রহণ করেন লে. কর্নেল মিজানুর রহমান। লে. কর্নেল মিজানুর রহমান বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত মাদক ও দুষ্কৃতিকারী শনাক্ত করতে সক্ষম। এর আগে গত বছরের ৭ ডিসেম্বর ভারত সেনাবাহিনী এরকম আরও ১০টি প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর উপহার দিয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীকে। জেএমবি জঙ্গী গ্রেফতার স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ জেএমবি সদস্য রশিদুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে নীলফামারীর জলঢাকা থানা পুলিশ। গোপন সংবাদে মঙ্গলবার রাতে উপজেলার শৌলমারী ইউনিয়নের তিস্তা নদীর চর গোপালঝাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রশিদুল ইসলাম ঢাকার গুলশান হলি আর্টিজান হামলা মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত রাজীব গান্ধীর অন্যতম সহযোগী লালমনিরহাটের শামসুল আলম খন্দকারের ছেলে মোছাব্বির খন্দকার প্রিন্স ওরফে রিপন এবং দিনাজপুরের বুদা মণ্ডলের ছেলে সাবু ওরফে মিজানের সহযোদ্ধা জেএমবি সদস্য। পুলিশ জানায়, ২০১৫ সালের ৯ আগস্ট সকালে জলঢাকা উপজেলার গোলমুন্ডা উচ্চ বিদ্যালয়ের পণ্ডিত শিক্ষক মাবধ চন্দ্র রায় জলঢাকার বাসা থেকে ইজিবাইক যোগে স্কুল যাচ্ছিলেন। ছদ্মবেশে একই অটো ইজিবাইকে ছিল দুইজন জেএমবি সদস্য।
×