ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যানা হুদার নারাজি হাইকোর্টে খারিজ

প্রকাশিত: ১১:৩৬, ৫ মার্চ ২০২০

ব্যানা হুদার নারাজি হাইকোর্টে খারিজ

স্টাফ রিপোর্টার ॥ সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ঘুষের মামলা থেকে অব্যাহতির আবেদন গ্রহণ করে বিচারিক আদালতের আদেশ নিয়ে নারাজির বিষয়ে ব্যারিস্টার নাজমুল হুদার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে ঘুষের মামলা থেকে অব্যাহতির আবেদন গ্রহণ করে বিচারিক আদালতের আদেশ নিয়ে নারাজির বিষয়ে ব্যারিস্টার নাজমুল হুদার আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। আবেদনের পক্ষে নাজমুল হুদা নিজেই শুনানি করেন। ভিপি নূরকে ৩ দিনের মধ্যে পাসপোর্ট দেয়ার নির্দেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূরকে পাসপোর্ট দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল বুধবার যথাযথ ঘোষণা করে বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ রায় পাওয়ার তিন দিনের মধ্যে তাকে পাসপোর্ট দিতে নির্দেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মহসিন রশিদ।
×